এবার রবিবারেও মিলবে পুরীর জগন্নাথদেবের দর্শন। পুজো দিতে পারবেন সাধারণ মানুষ। এমনটাই জানালেন পুরীর জেলাশাসক ও কালেক্টর তথা SJTA-র উপ-প্রধান সমর্থ বর্মা। তিনি বলেন, “আগামী ২০ মার্চ থেকে পুনরায় রবিবার সর্বসাধারণের জন্য পুরীর জগন্নাথ মন্দিরের গেট খোলা থাকবে।” তবে অবশ্যভাবে মন্দির চত্বরে কড়া কোভিড বিধি পালনের পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার পুরীর জগন্নাথ মন্দিরে দোল উৎসবের আয়োজন উপলক্ষ্যে ‘ছতিশা নিজোগ’ এর বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পুরীর জেলাশাসক সহ SJTA-র সকল সদস্য। এই বৈঠকের পর জেলাশাসক তথা SJTA-র উপ-প্রধান সমর্থ বর্মা জানিয়েছেন, আগের মতোই মন্দির খোলার নির্দিষ্ট সময় অনুযায়ী প্রতিদিন ভোর থেকে জগন্নাথ মন্দিরের সিংহদ্বার খোলা থাকবে এবং গেট বন্ধ না হওয়া পর্যন্ত দর্শনার্থীরা মন্দিরের ভিতরে প্রবেশ করে পুজো দিতে পারবেন। SJTA-র সকল সদস্যদের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সমর্থ বর্মা জানান, এখন থেকে পুরীর মন্দিরের মধ্যে প্রবেশের ক্ষেত্রে হাত স্যানিটাইজ করা, মাস্ক ব্যবহার এবং দূরত্ব বিধি বজায় ছাড়া বাকি সব বিধিনিষেধ তুলে নেওয়া হল।
আরও পড়ুন – করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা কমেছে
উল্লেখ্য, করোনার তৃতীয় ঢেউয়ের পরিস্থিতিতে পুরীর জগন্নাথদেবের মন্দিরে সর্বসাধারণের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর পরিস্থিতি কমতির দিকে থাকায় ২১ ফেব্রুয়ারি সর্বসাধারণের জন্য সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভক্তদের প্রবেশের অনুমতি ছিল। এবার আগামী ২০ মার্চ থেকে আবার স্বাভাবিক করা হল সর্বসাধারণের প্রবেশ।
উল্লেখ্য, এবার রবিবারেও মিলবে পুরীর জগন্নাথদেবের দর্শন। পুজো দিতে পারবেন সাধারণ মানুষ। এমনটাই জানালেন পুরীর জেলাশাসক ও কালেক্টর তথা SJTA-র উপ-প্রধান সমর্থ বর্মা। তিনি বলেন, “আগামী ২০ মার্চ থেকে পুনরায় রবিবার সর্বসাধারণের জন্য পুরীর জগন্নাথ মন্দিরের গেট খোলা থাকবে।” তবে অবশ্যভাবে মন্দির চত্বরে কড়া কোভিড বিধি পালনের পরামর্শ দেওয়া হয়েছে।