আগুনে পুড়ে ভস্মীভূত চা মুড়ির দোকান। আগুনে পুড়ে ভস্মীভূত হলো একটি চা মুড়ির দোকানে থাকা ব্রেনচ ও ডিমের রাখার প্যাকেট ও দোকানেৎ বিক্রি করার জিনিসপত্র। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বুলবুলচন্ডী কেন্দুয়া বাজারে, ক্ষতিগ্রস্ত দোকানদার দূর্যোধন সরকার জানিয়েছেন প্রতিদিনের মতো মঙ্গলবার রাত্রে দোকানদারি করে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়, বুধবার সকাল পাঁচটায় দোকানে এসে দেখে আগুন লেগেছে তার দোকানে রাখা ব্রেন্চ ও ডিমের প্যাকেটে, তাড়াতাড়ি জল দিয়ে নেভাই ,
পড়ে দেখে দোকানের খাদ্য সামগ্রী সহ বেশ কিছু দোকানের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়, , তিনি জানান তার দোকানে কে বা কারা আগুন লাগিয়েছে তা বলতে পারছে না, তবে গত সোমবার এ রকমই ঘটনা ঘটে দোকানে আগুন ও চুরি হয়েছে। ,, বেশ কয়েক মাস আগে ওই বাজারে আরো একটি দোকানে আগুন লাগিয়েছিল ,, তবে দোকানদার জানিয়েছে এখানে রাত্রিবেলা মদের আসর বসে , বারবার এই ঘটনায় বাজারে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, , , ,
আরও পড়ুন – ডায়মন্ড হারবার এর মোটর ভেহিকেলস এর RTI বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
উল্লেখ্য, আগুনে পুড়ে ভস্মীভূত হলো একটি চা মুড়ির দোকানে থাকা ব্রেনচ ও ডিমের রাখার প্যাকেট ও দোকানেৎ বিক্রি করার জিনিসপত্র। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বুলবুলচন্ডী কেন্দুয়া বাজারে, ক্ষতিগ্রস্ত দোকানদার দূর্যোধন সরকার জানিয়েছেন প্রতিদিনের মতো মঙ্গলবার রাত্রে দোকানদারি করে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়, বুধবার সকাল পাঁচটায় দোকানে এসে দেখে আগুন লেগেছে তার দোকানে রাখা ব্রেন্চ ও ডিমের প্যাকেটে, তাড়াতাড়ি জল দিয়ে নেভাই ,
পড়ে দেখে দোকানের খাদ্য সামগ্রী সহ বেশ কিছু দোকানের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়, , তিনি জানান তার দোকানে কে বা কারা আগুন লাগিয়েছে তা বলতে পারছে না, তবে গত সোমবার এ রকমই ঘটনা ঘটে দোকানে আগুন ও চুরি হয়েছে। ,, বেশ কয়েক মাস আগে ওই বাজারে আরো একটি দোকানে আগুন লাগিয়েছিল ,, তবে দোকানদার জানিয়েছে এখানে রাত্রিবেলা মদের আসর বসে , বারবার এই ঘটনায় বাজারে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, ,