নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি, বাড়িতে আগুন লেগে পুড়ে মৃত্যু হল দুই শিশুর।মর্মান্তিক ঘটনাটি ঘটে শনিবার রাতে দাসপুর থানার মাগুরিয়া গ্রামে।ওই গ্রামের দিনমজুর তরুন সামন্তর মৃত দুই কন্যা, একজনের নাম সুদীপা সামন্ত (বয়স ৫) আরেকজন যশোদা সামন্ত (বয়স ৩)।
স্থানীয় সূত্রে জানাযায়,খড়ের চালায় বসবাস দিনমজুর তরুন সামন্ত তার স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে।শনিবার রাতে দুই কন্যা সন্তানকে বাড়িতে ছেড়ে স্বামী স্ত্রী ক্ষনিকের জন্য বাইরে গিয়েছিলেন।এরই মাঝে কোনও কারনে আগুন লেগে যায় খড়ের চালা ঘরে ভিতরেই পুড়ে মৃত্যু হয় দুই শিশুর।অনুমান ভিতরে কেরিসিন তেলে জ্বলা লম্ফ থেকে কোনও কারনে আগুন লাগতে পারে।দুই শিশুর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।