নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৪ জানুয়ারি, আগুনে ভস্মীভূত হয়ে সর্বশান্ত দেগঙ্গার চৌরাশী পঞ্চায়েতের বাসুদেব পুর গাজিপাড়ার লিয়াকাত আলির বাড়ি।
জানা গিয়েছে, আজ সকাল ৬ টা নাগাদ লিয়াকত বাথরুমে যায় সেখান থেকে ফিরে দেখেন ঘরের মধ্যে দাউ দাউ করে জ্বলছে আগুন। তড়িঘড়ি ঘুমন্ত স্ত্রী, দুই সন্তানকে ঘর থেকে বার করে আনে লিয়াকত। তাদের বাঁচাতে আহত হয় লিয়াকত। চিৎকার শুনে এলাকার বাসিন্দারা পুকুর থেকে জল তুলে বালতির সাহায্যে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে পুড়ে গেছে ঘরের যাবতীয় আসবাবপত্র, দলিল, নথিপত্র ভয় এখন একটাই এন আর সি আতঙ্ক সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র।প্রাথমিক ভাবে মনে হচ্ছে ইলেকট্রিক সুইচ বোড থেকে আগুন ছড়িয়েছে।