নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৪ জানুয়ারি, আজ গোপালনগর থানার দাসপাড়ায় পানের বরজে হঠাৎ আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় শ্রীদাম বালা নামে এক বৃদ্ধের।বয়স হয়েছিল ৬০ বছর।
স্থানীয়দের দাবি, উক্ত এলাকায় প্রায় ৮ থেকে ৯ বিঘা জমিতে পাটের বরজ আছে। মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ হঠাৎ করেই আগুন লাগে যায় সেখানে। নিজের পাটের বরজ বাঁচানোর জন্য ছুটে আসেন শ্রীদাম বাবু। তখন তিনি আগুনের মধ্যে আটকে পড়েন। ঘটনাস্থলের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোপালনগর থানার পুলিশ এবং বনগাঁ দমকলের একটি ইঞ্জিন। শ্রীদাম বলার মৃতদেহ উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।