Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
100 million years ago fish was caught on a fishing rod

১০ কোটি বছর আগের মাছ ধরা পড়লো !

১০ কোটি বছর আগের মাছ ধরা পড়লো !

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আগের

১০ কোটি বছর আগের মাছ ধরা পড়লো ! জানা গিয়েছে, নদীতে  মাছ ধরতে গিয়ে  বঁড়শির কাঁটায় ধরা পড়লো এই মাছ। এক মার্কিন মৎস্য শিকারির  ছিপে উঠল অ্যালিগেটর গার প্রজাতির বহু পুরোনো দিনের বিলুপ্ত প্রায় প্রজাতির এই  মাছ। মার্কিন মৎস্যশিকারি ড্যানি লি স্মিথ বঁড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করেন। যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের নিওশো নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। সে সময়ে তাঁর বঁড়শিতে উঠে আসে বড়সড় এক মাছ। ডাঙায় তোলার পর দেখা যায়– সেটি ‘অ্যালিগেটর গার’ প্রজাতির মাছ।

 

জানা গিয়েছে, কানসাস নদীতে এ প্রজাতির মাছ আগে পাওয়া যায়নি। অ্যালিগেটর গার প্রজাতির মাছকে ‘জীবন্ত জীবাশ্ম’ বলা হয়। পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে, যেগুলি সুদূর অতীতে জন্ম নিয়ে কোনও পরিবর্তন ছাড়াই এখনও টিকে রয়েছে। কিন্তু এইমাছের সমসাময়িক প্রাণীরা ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে। এমন প্রাণীকেই সাধারণত জীবন্ত জীবাশ্ম বলা হয়।

 

ইতিমধ্যেই অ্যালিগেটর গারের যেসব ফসিল খুঁজে পাওয়া গিয়েছে, সেগুলি প্রায় ১০ কোটি বছর আগের বলে ধারণা বিজ্ঞানীদের। কানসাসের ডিপার্টমেন্ট অব ওয়াইল্ডলাইফ অ্যান্ড পার্কের সূত্রে জানা গিয়েছে, ড্যানি লি যে অ্যালিগেটর গার মাছটি ধরেছেন, সেটি সাড়ে চার ফুট দীর্ঘ, ওজন প্রায় ১৮ কেজি। কানসাসের জলাধারে অনেক ধরনের গার রয়েছে বলে জানান ড্যানি লি। তবে তিনি জানান, কানসাসের নদীতে এ মাছ পাওয়া গেল এই প্রথম।

 

আর ও  পড়ুন     সাত সকালেই ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভূমিকম্প, তিন জনের প্রাণহানি

 

ড্যানি জানান, জল থেকে মাছটি তোলার পর আমি অবাক হয়ে যাই! গার প্রজাতির মাছ সাধারণত জালে কিংবা বঁড়শিতে আটকালে খুব লম্ফঝম্ফ দেয়। কিন্তু এটির আচরণ ছিল একেবারেই শান্ত। এটি আমার জীবনের মাছ ধরার ক্ষেত্রে  অন্যতম সেরা অভিজ্ঞতা। স্বাভাবিকভাবেই এই মাছ ধরতে পেতে গর্বিত তিনি।

 

উল্লেখ্য, নদীতে  মাছ ধরতে গিয়ে  বঁড়শির কাঁটায় ধরা পড়লো এই মাছ। এক মার্কিন মৎস্য শিকারির  ছিপে উঠল অ্যালিগেটর গার প্রজাতির বহু পুরোনো দিনের বিলুপ্ত প্রায় প্রজাতির এই  মাছ। মার্কিন মৎস্যশিকারি ড্যানি লি স্মিথ বঁড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করেন। যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের নিওশো নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। সে সময়ে তাঁর বঁড়শিতে উঠে আসে বড়সড় এক মাছ।

 

ডাঙায় তোলার পর দেখা যায়– সেটি ‘অ্যালিগেটর গার’ প্রজাতির মাছ। জানা গিয়েছে, কানসাস নদীতে এ প্রজাতির মাছ আগে পাওয়া যায়নি। অ্যালিগেটর গার প্রজাতির মাছকে ‘জীবন্ত জীবাশ্ম’ বলা হয়। পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে, যেগুলি সুদূর অতীতে জন্ম নিয়ে কোনও পরিবর্তন ছাড়াই এখনও টিকে রয়েছে। কিন্তু এইমাছের সমসাময়িক প্রাণীরা ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে। এমন প্রাণীকেই সাধারণত জীবন্ত জীবাশ্ম বলা হয়।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top