বর্ধমানে আগ্নেয়াস্ত্র সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

বর্ধমানে আগ্নেয়াস্ত্র সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পিস্তল

বর্ধমানে আগ্নেয়াস্ত্র সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আগ্নেয়াস্ত্র সহ চারজনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের নাম শেখ মিঠু ওরফে জামাল, পিন্টু দত্ত, কুরবান শেখ ও রোহিত দাস। বর্ধমান শহরের বাজেপ্রতাপপুরের ডাঙাপাড়ায় মিঠুর বাড়ি।

 

শহরেরই কাঞ্চননগরের খের্গশ্বরপল্লিতে পিন্টুর বাড়ি। বীরভূমের রামপুরহাটের রেলপাড় এলাকায় কুরবানের বাড়ি। দুর্গাপুরের কোকওভেন থানার সুভাষপল্লিতে রোহিতের বাড়ি। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বর্ধমান থানার গোদা মোড়ে জাতীয় সড়কে দুর্গাপুরের দিকে একটি নির্জন জায়গায় ১১-১২ জন ডাকাতির পরিকল্পনায় জড়ো হয়েছিল। খবর পেয়ে পুলিস সেখানে হানা দিয়ে ওই চারজনকে ধরে।

 

অন্ধকারে দলের বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে একটি দেশিয় প্রযুক্তিতে তৈরি পাইপগান, এক রাউন্ড গুলি, রড, বাঁশের লাঠি ও নাইলনের দড়ি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। জাতীয় সড়কে যাতায়াত করা গাড়িতে ডাকাতির পরিকল্পনায় তারা সেখানে জড়ো হয়েছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস।

 

শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় নি পুলিস। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১০ ডিসেম্বর ধৃতদের ফের আদালতে পেশের নিের্দশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

 

 

আর ও পড়ুন    ঝাড়গ্রামে ফের ঢুকলো ত্রিশটি দাতাল হাতির দল, এলাকা জুড়ে আতঙ্ক

 

 

উল্লেখ্য, বর্ধমানে আগ্নেয়াস্ত্র সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আগ্নেয়াস্ত্র সহ চারজনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের নাম শেখ মিঠু ওরফে জামাল, পিন্টু দত্ত, কুরবান শেখ ও রোহিত দাস। বর্ধমান শহরের বাজেপ্রতাপপুরের ডাঙাপাড়ায় মিঠুর বাড়ি।শহরেরই কাঞ্চননগরের খের্গশ্বরপল্লিতে পিন্টুর বাড়ি। বীরভূমের রামপুরহাটের রেলপাড় এলাকায় কুরবানের বাড়ি।

 

দুর্গাপুরের কোকওভেন থানার সুভাষপল্লিতে রোহিতের বাড়ি। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বর্ধমান থানার গোদা মোড়ে জাতীয় সড়কে দুর্গাপুরের দিকে একটি নির্জন জায়গায় ১১-১২ জন ডাকাতির পরিকল্পনায় জড়ো হয়েছিল। খবর পেয়ে পুলিস সেখানে হানা দিয়ে ওই চারজনকে ধরে।অন্ধকারে দলের বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে একটি দেশিয় প্রযুক্তিতে তৈরি পাইপগান, এক রাউন্ড গুলি, রড, বাঁশের লাঠি ও নাইলনের দড়ি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। জাতীয় সড়কে যাতায়াত করা গাড়িতে ডাকাতির পরিকল্পনায় তারা সেখানে জড়ো হয়েছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top