আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ৮ দুষ্কৃতী। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া আগ্নেয়াস্ত্র সহ আটজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি, ২টি ভোজালি ২টি লোহার রড সহ একটি তামার কয়েন উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজন মুম্বাইয়ের বাসিন্দা রয়েছে। বাকিরা বীরভূমের বোলপুর, মঙ্গলকোট ও শক্তিগড় এলাকার বাসিন্দা।
ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ। এদের মধ্যে তিনজনের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ডিএসপি ট্রাফিক-২ রাকেশ কুমার চৌধুরী বলেন,’ গোপন সূত্রে খবরের পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে বর্ধমান থানার পুলিশ বর্ধমান-গুসকরা এন এইচ ২-বি জাতীয় সড়কে সাই কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক ভাবে ঘুরতে থাকা ৮জন ব্যক্তিকে গ্রেপ্তার করে। আরও ৬-৭ জন পুলিশ পোঁছানোর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ধৃতেদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করে নেয় তারা ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়েছিল।
আরও পড়ুন – সুন্দরবন পরিদর্শন নিয়ে প্রচার চায়নি তৃণমূল
ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া তামা জাতীয় পদার্থের তৈরী কয়েন প্রসঙ্গে ডি.এস.পি বলেন, এই কয়েন কে অ্যান্টিক কয়েন বলে মানুষকে ঠকিয়ে মোটা টাকার প্রতারণার ছক সাজিয়েছিল ধৃতরা। এই তামা জাতীয় কয়েন টি আসলে কি তা জানতে সেটিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এই দূষ্কৃতি দলের ডাকাতি ও প্রতারণা মূলক কাজের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে তা জানতে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ