নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৩ মার্চ, আগ্নেয়াস্ত্র সহ এক বিজেপি নেতা ও দুই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করলো রামপুরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যে ৭ টার সময় রামপুরহাটের ১৩ নং ওয়ার্ডের ডাক্তারপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও বেশ কিছু কার্ত্তুজ উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে ধৃতদের পরিচয় জানা গিয়েছে, একজন বীরভূম বিজেপির কৃষাণ মোর্চার সভাপতি সোমনাথ ঘোষ ও বাকি দুইজন বিজেপি কর্মী কাত্তির্ক মন্ডল ও অসিত প্রামানিক। গতকাল সন্ধ্যে বেলা দলবল নিয়ে কোন একটি অসৎ উদ্দেশ্য নিয়ে জমায়েত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে বেশ কয়েকজন ছুটে পালিয়ে যায়। একটি কাপড়ের নীল ব্যাগ সহ তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। সেই নীল ব্যাগে একটি নাইন এমএম পিস্তল ও বেশ কয়েকটি র্কাত্তুজ ছিল। ধৃতরা সকলেই রামপুরহাটের বাসিন্দা।পুলিশের প্রাথমিক ধারনা কোন ঝামেলা করার জন্য তারা জমায়েত হয়েছিল। আজ ধৃতদের রামপুরহাট মহকুমা আদলতে তোলা হয়