Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
নিউটাউনে মহিলা ব্যবসায়ীর মাথায় আঘাত করে দোকানে (Shop)

নিউটাউনে মহিলা ব্যবসায়ীর মাথায় আঘাত করে দোকানে লুঠ

নিউটাউনে মহিলা ব্যবসায়ীর মাথায় আঘাত করে দোকানে লুঠ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আঘাত

নিউটাউনে মহিলা ব্যবসায়ীর মাথায় আঘাত করে দোকানে লুঠ। এক মহিলা হোমিওপ্যাথি ঔষধ ব্যবসায়ীর মাথায় ধারালো অস্ত্রের আঘাত করে টাকা পয়সা নিয়ে পালালো কেয়ারটেকার।শনিবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে নিউটাউনের একশন এরিয়া ১এ এর এএল ব্লকে।

 

সেখানেই ৩৪ নম্বর প্লটে মহম্মদ আব্দুল গফফারের বাড়ি।তিনতলা বাড়ির দোতলায় গফফর ও তাঁর স্ত্রী মহুয়া থাকলেও বাড়ির নিচে তাঁদের একটি হোমিওপ্যাথি ওষুধের দোকান আছে। সেখানে মূলত হোমিওপ্যাথি ওষুধ বিক্রি হয়।শনিবার রাতে সেই দোকানেই ছিলেন গৃহকত্রী মহুয়া।দোকানের বাইরে টুলে বসে ছিলেন ওই বাড়ির কেয়ারটেকার বাদল সিং।অভিযোগ, সুযোগ বুঝে মহুয়ার মাথায় আঘাত করে সব টাকা পয়সা ও মোবাইল ফোন নিয়ে পালায় কেয়ারটেকার বাদল।

 

আর ও পড়ুন     আসানসোল উপনির্বাচনের রেজাল্ট হয়েছে সেটা আশানুরূপ নয়, বললেন দিলীপ ঘোষ

 

গফফার সাহেব ওপর থেকে নিচে নেমে এসে প্রতিবেশী ও নিউটাউন থানায় খবর দেন। দোকানের কাচের দরজা ভেঙে মহুয়া গফফরকে উদ্ধার করে সল্টলেকের একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয়।চিকিতসকরা জানিয়েছেন ৭২ ঘন্টা না কাটলে কিছুই বলা যাবেনা। এই ঘটনার পর রবিবার সকালে নিউটাউন থানায় এ ব্যাপারে অভিযোগ করেন গফফার সাহেব।

 

তিনি বলেন, গত ২৪ ডিসেম্বর থেকে বর্ধমান কৃষ্ণপুর বাগানের যুবক বাদল সিং আমার এখানে কেয়ারটেকার হিসাবে কাজ করছিলেন।স্থানীয় যুবক মনিরুল বাদলকে নিয়ে আসে এবং থানা থেকে ওঁর কাগজপত্র ভেরিফাই করে দেয়।তারপরেও এই ঘটনা ঘটায় আমরা আতঙ্কিত। রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ কেন ঘটনা ঘটানোর সেটা নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top