আচমকাই লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে পরল সিকিম- মহানন্দা এক্সপ্রেস, যানজটে আটকে বহু মানুষ । সোমবার আচমকাই ডুয়ার্সের বিন্নাগুড়ি লেভেল ক্রসিং এ দাড়িয়ে পড়ল ডাউন (১৫৪৮৩) সিকিম- মহানন্দা এক্সপ্রেস। মাঝ পথে প্রায় ৩০ মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকায়,ব্যাহত হয় ট্রেন চলাচল। হঠাৎ এতটা সময় রেলগেটে দাঁড়িয়ে থাকায় যানজট সৃষ্টি হয় রেল গেটের দুই পাশে। যানজটে সাধারণ মানুষের পাশাপাশি স্কুল বাস ও স্কুল ছাত্র ছাত্রীরা আটকে পড়ে।
আরও পড়ুন – খুঁটি পূজার মধ্য দিয়ে 2022 এর দুর্গাপূজার শুভ সূচনা করলেন দেশপ্রিয় পার্ক
জানাযায়, নির্দিষ্ট সময়েই আলিপুরদুয়ার থেকে দিল্লীর দিকে যাচ্ছিল মহানন্দা এক্সপ্রেস। কিন্তু
দুপুর আনুমানিক সাড়ে ১২ টা নাগাদ বিন্নাগুরি স্টেশন ছেড়ে বানারহাট যাবার পথে মরাঘাট এলাকায় দীর্ঘক্ষন দাঁড়িয়ে থাকে ট্রেন টি । এদিকে বিন্নাগুড়ি স্টেশম সংলগ্ন রেলক্রসিংএ ট্রেনটি দাড়িয়ে থাকায় রাস্তার দুপাশে প্রচুর যানবাহন দাড়িয়ে পড়ে। রীতিমতো যানজট তৈরি হয় এলাকায় । অন্যদিকে দীর্ঘ প্রায়
৩০ মিনিট ট্রেনটি দাঁড়িয়ে থাকায় বন্ধ থাকে এই রুটে ট্রেন চলাচল। তবে ঠিক কি কারণে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে তা এখনো পরিষ্কার নয়।
যদিও বিন্নাগুড়ি স্টেশন সুত্রে জানা যায়, প্রাথমিকভাবে অনুমান ট্রেনটি ইঞ্জিনে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারনে ট্রেনটি সেখানে দাঁড়িয়ে পড়ে। পরবর্তীতে ট্রেনটি সাময়িক ভাবে যান্ত্রিক ত্রুটি মিটিয়ে ট্রেনটি শিলিগুড়ির দিকে রওনা করিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে।
উল্লেখ্য, আচমকাই লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে পরল সিকিম- মহানন্দা এক্সপ্রেস, যানজটে আটকে বহু মানুষ । সোমবার আচমকাই ডুয়ার্সের বিন্নাগুড়ি লেভেল ক্রসিং এ দাড়িয়ে পড়ল ডাউন (১৫৪৮৩) সিকিম- মহানন্দা এক্সপ্রেস। মাঝ পথে প্রায় ৩০ মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকায়,ব্যাহত হয় ট্রেন চলাচল। হঠাৎ এতটা সময় রেলগেটে দাঁড়িয়ে থাকায় যানজট সৃষ্টি হয় রেল গেটের দুই পাশে। যানজটে সাধারণ মানুষের পাশাপাশি স্কুল বাস ও স্কুল ছাত্র ছাত্রীরা আটকে পড়ে।