রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে আচার্যপদে বসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধান সভায় নিয়ে আসা হচ্ছে বিশেষ বিল। এর আগে উপাচার্যের দায়িত্ব সামলাতেন রাজ্যপাল, তবে রাজ্য রাজভবনের সংঘাতে বার বার একে অপরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রাজ্য রাজ নীতিতে। তবে পুরাতন নিয়মকে বদলে বিশ্ব বিদ্যালয়ের দায়িত্ব কাধে তুলে নিচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই।
শুক্রবার এরই বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হল এসইউসিআই। এদিন শিলিগুড়ির কোর্টমোড়ে এসইউসিআই জেলা কার্যালয়ের সামনে এসইউসিআই কর্মীরা আচার্যের নতুন বিলের প্রতিকৃতি পোড়াতে গেলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ তোলে এসইউসিআই। কার্যত পুলিশ ও এসইউসিআই কর্মীদের বাক বিতান্তার মধ্যদিয়েই একপ্রকারের পুলিশদের কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়ে প্রতিকৃতি জ্বালিয়ে বিক্ষোভ দেখায় দার্জিলিং জেলা এসইউসিআই। এসইউসিআই এর দাবি রাজ্যপাল বা মুখ্যমন্ত্রীকে আচার্যপদে না বসিয়ে কোনো শিক্ষাবিদের কাধে তুলে দেওয়া হোক আচার্যের দায়িত্ব।
আরও পড়ুন – ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট বদল করে সরকারি ব্যাঙ্কে বেসরকারিকরণের পদ্ধতি শুরু করেছে কেন্দ্র সরকার
উল্লেখ্য, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে আচার্যপদে বসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধান সভায় নিয়ে আসা হচ্ছে বিশেষ বিল। এর আগে উপাচার্যের দায়িত্ব সামলাতেন রাজ্যপাল, তবে রাজ্য রাজভবনের সংঘাতে বার বার একে অপরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রাজ্য রাজ নীতিতে। তবে পুরাতন নিয়মকে বদলে বিশ্ব বিদ্যালয়ের দায়িত্ব কাধে তুলে নিচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই। শুক্রবার এরই বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হল এসইউসিআই।
এদিন শিলিগুড়ির কোর্টমোড়ে এসইউসিআই জেলা কার্যালয়ের সামনে এসইউসিআই কর্মীরা আচার্যের নতুন বিলের প্রতিকৃতি পোড়াতে গেলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ তোলে এসইউসিআই। কার্যত পুলিশ ও এসইউসিআই কর্মীদের বাক বিতান্তার মধ্যদিয়েই একপ্রকারের পুলিশদের কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়ে প্রতিকৃতি জ্বালিয়ে বিক্ষোভ দেখায় দার্জিলিং জেলা এসইউসিআই। এসইউসিআই এর দাবি রাজ্যপাল বা মুখ্যমন্ত্রীকে আচার্যপদে না বসিয়ে কোনো শিক্ষাবিদের কাধে তুলে দেওয়া হোক আচার্যের দায়িত্ব।