১০ মাসের শিশুকে তুলে আছাড় মারার অভিযোগে গ্রেফতার বাড়ির পরিচারিকা

১০ মাসের শিশুকে তুলে আছাড় মারার অভিযোগে গ্রেফতার বাড়ির পরিচারিকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আছাড়

১০ মাসের শিশুকে তুলে আছাড় মারার অভিযোগে গ্রেফতার বাড়ির পরিচারিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। দুধের শিশুটি যেন তার কাছে কোনও খেলনার পুতুল। কোনও এক আক্রোশে যাকে বার বার ছুড়ে ফেলছিল এই পরিচারিকা।

 

আবার ছুড়ে ফেলে দেয় মেঝেয়। ঠিকমতে কথা বলতে শেখেনি সেই শিশু, কিন্তু কতটা যন্ত্রণা সে পাচ্ছিল, কাতরাচ্ছিল, কতটা ভয়ে গুটিয়ে গিয়েছিল সে, তার কান্নাই তা বলে দিচ্ছিল। বাড়ির সিসিটিভি ক্য়ামেরায় ধরা পড়ল হাড়হিম করা দৃশ্য। তারপরেই থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা-মায়ের। পরিচারিকার ‘কীর্তি’তে হতবাক শিশুটির বাবা-মা। তাঁর কঠোরতম শাস্তির দাবি তুলেছেন তাঁরা।পরিচারিকাকে গ্রেফতার করল পুলিস।

 

শিশুটির মা রাজ্য সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগে কর্মরত। বাবা বাঁকুড়া মেডিক্যাল কলেজের চিকিৎসক। ঠিক কি ঘটেছিল এইদিন। পাঁশকুড়ার মেচোগ্রামে একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন ওই দম্পতি। ১০ মাসের শিশুকন্যাকে পরিচারিকার কাছে রেখে কাজে বেরিয়ে যেতেন দু’জনে। কিন্তু ইদানিং শিশুটির আচরণে পরিবর্তন দেখে সন্দেহ হয় তাঁদের। এমনকী, যখন বাড়ি ফিরতেন, তখন বাবা-মায়ের কাছেও আসতে চাইত না সে। শেষপর্যন্ত পরিচারিকার অলক্ষ্যে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। বৃহস্পতিবার বাঁকুড়ায় বসে মেয়েকে দেখার জন্য মোবাইলে বাড়ির সিসিটিভি ক্যামেরাটি চালু করেন শিশুটির বাবা।

 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একরত্তি শিশুটিকে তুলে আছাড় মারছে পরিচারিকা। কখনও শিশুটির পা ধরে বিছানার উপর আছড়ে ফেলে দিচ্ছে, তো কখনও আবার পিঠে কিল মারছে। স্ত্রীকে ঘটনায় জানান তিনি। তারপর পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই দম্পতি। অভিযুক্ত পরিচারিকাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিস। জেরায় সে অপরাধ স্বীকারও করেছে বলে জানা গিয়েছে।

 

আর ও  পড়ুন    প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ভানুয়াতু দ্বীপপুঞ্জ

 

উল্লেখ্য ১০ মাসের শিশুকে তুলে আছাড় মারার অভিযোগে গ্রেফতার বাড়ির পরিচারিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। দুধের শিশুটি যেন তার কাছে কোনও খেলনার পুতুল। কোনও এক আক্রোশে যাকে বার বার ছুড়ে ফেলছিল এই পরিচারিকা। আবার ছুড়ে ফেলে দেয় মেঝেয়।

 

ঠিকমতে কথা বলতে শেখেনি সেই শিশু, কিন্তু কতটা যন্ত্রণা সে পাচ্ছিল, কাতরাচ্ছিল, কতটা ভয়ে গুটিয়ে গিয়েছিল সে, তার কান্নাই তা বলে দিচ্ছিল। বাড়ির সিসিটিভি ক্য়ামেরায় ধরা পড়ল হাড়হিম করা দৃশ্য। তারপরেই থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা-মায়ের। পরিচারিকার ‘কীর্তি’তে হতবাক শিশুটির বাবা-মা। তাঁর কঠোরতম শাস্তির দাবি তুলেছেন তাঁরা।পরিচারিকাকে গ্রেফতার করল পুলিস।

 

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top