আজাদগড় উদ্যোগী ক্লাবের পূজার থিম ‘পরিবার বাঁচাও, দেশ বাঁচাও। টালিগঞ্জ আজাদগড় উদ্যোগী ক্লাবের দুর্গাপুজোর থিম এবার পরিবার বাঁচাও দেশ বাঁচাও। ক্লাবের কর্ণধার রবিন সাহা জানান আমাদের চারপাশের অনেক পরিবার টিকছে না। সম্পর্ক ভেঙ্গে যাচ্ছে। আজ বিয়ে তো কাল ডিভোর্স। আধুনিক মেয়েরা রান্নাঘরে ঢুকতে ভয় পান। রান্নাবান্না করত চান না।
তাই রেষ্টুরেন্ট নির্ভরতা বেড়েছে। রেষ্টুরেন্টের খাবার খেয়ে সন্তানদের স্বাস্থ্য খারাপ হচ্ছে। জাঙ্ক ফুড নির্ভর এই সন্তানরা সুস্বাস্থ্য থেকে বঞ্চিত হচ্ছে। রবিনবাবু আরো জানান; পুজোর কদিন আমাদের মহিলা সদস্যরা প্রচার করবেন কীভাবে পরিবার টিকিয়ে রাখা যায়। পারিবারিক সম্পর্ক আরো গভীর, নিগূঢ় করা যায় তা নিয়েই এবার আমাদের থিম। প্রশান্ত পালের মূর্তীর সাবেকিয়ানা ও কেকে ডেকরেটর্সের মন্ডপসজ্জা খুব সুন্দর। আর রূপম ইলেকট্রিকের আলোকসজ্জা তাক লাগিয়ে দেবে। এই পুজো ইতিমধ্যে কলকাতা পুরোসভার প্রশংসা কুড়িয়েছে বলে উদ্যোক্তাদের দাবী।
আরও পড়ুন – জেলার দাবিতে বিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান
উল্লেখ্য, টালিগঞ্জ আজাদগড় উদ্যোগী ক্লাবের দুর্গাপুজোর থিম এবার পরিবার বাঁচাও দেশ বাঁচাও। ক্লাবের কর্ণধার রবিন সাহা জানান আমাদের চারপাশের অনেক পরিবার টিকছে না। সম্পর্ক ভেঙ্গে যাচ্ছে। আজ বিয়ে তো কাল ডিভোর্স। আধুনিক মেয়েরা রান্নাঘরে ঢুকতে ভয় পান। রান্নাবান্না করত চান না। তাই রেষ্টুরেন্ট নির্ভরতা বেড়েছে। রেষ্টুরেন্টের খাবার খেয়ে সন্তানদের স্বাস্থ্য খারাপ হচ্ছে। জাঙ্ক ফুড নির্ভর এই সন্তানরা সুস্বাস্থ্য থেকে বঞ্চিত হচ্ছে।
রবিনবাবু আরো জানান; পুজোর কদিন আমাদের মহিলা সদস্যরা প্রচার করবেন কীভাবে পরিবার টিকিয়ে রাখা যায়। পারিবারিক সম্পর্ক আরো গভীর, নিগূঢ় করা যায় তা নিয়েই এবার আমাদের থিম। প্রশান্ত পালের মূর্তীর সাবেকিয়ানা ও কেকে ডেকরেটর্সের মন্ডপসজ্জা খুব সুন্দর। আর রূপম ইলেকট্রিকের আলোকসজ্জা তাক লাগিয়ে দেবে। এই পুজো ইতিমধ্যে কলকাতা পুরোসভার প্রশংসা কুড়িয়েছে বলে উদ্যোক্তাদের দাবী।