আজ থেকেই খুলছে জঙ্গল, ডুয়ার্সে পর্যটকের ভিড় বাড়বে বলেই আশাবাদী ব্যবসায়ীরা

আজ থেকেই খুলছে জঙ্গল, ডুয়ার্সে পর্যটকের ভিড় বাড়বে বলেই আশাবাদী ব্যবসায়ীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আজ থেকেই খুলছে জঙ্গল, ডুয়ার্সে পর্যটকের ভিড় বাড়বে বলেই আশাবাদী ব্যবসায়ীরা। দীর্ঘ তিন মাস জঙ্গল পর্যটকদের জন্য বন্ধ হয়ে যাওয়ার পর আজ থেকেই খুলতে চলেছে জঙ্গল। ফলে পুজোর আগেই জঙ্গল খুলে যাওয়ায় পর্যটকদের ভিড় বাড়তে পারে বলে আশঙ্কা। মূলত গোরুমারা জাতীয় উদ্যানে পর্যটক আসবে বলেই ধারণ ট্যুর অপারেটর এর।

 

একদিকে পুজো অন্যদিকে ডুয়ার্স ঘোরার ভ্রমণ পিপাসু মানুষ ডুয়ার্স ঘুরবেন বলেই আশা রাখছেন। জানা গেছে, মূলত ডুয়ার্সের গরূমারা জাতীয় উদ্যানের পাশাপাশি মেদলা ওয়াচ টাওয়ার, রামশাই, জল্পেশ মন্দির, জটিলেস্বর মন্দির, পেট কটি মন্দির সহ বিভিন্ন স্থানে মানুষ আসবেন। এমনটাই জানিয়েছেন গরুমার জঙ্গলের ট্যুর অপারেটর। অন্যদিকে দুই বছর করোনা পরিস্থিতিতে পুরো লকডাউন থাকায় পর্যটকরা ডুয়ার্স আসতে পারেননি। পরবর্তীতে জঙ্গল খুললেও বন্ধ করে দেওয়া হয়। ফের শুক্রবার থেকে জঙ্গল খুলে যাওয়ায় খুশি পর্যটক থেকে শুরু করে ব্যবসায়ীরাও।

আরও পড়ুন – ডুয়ার্স কাপাতে চাইছে ময়নাগুড়ি সানরাইজ ক্লাবের দুর্গা পুজো

অন্যদিকে জঙ্গল খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। সেই সঙ্গে শুধু জঙ্গলের পর্যটন কেন্দ্রগুলি নয় পর্যটকদের দেখার মত , স্নানগুলি রয়েছে যেমন কোচবিহার রাজবাড়ি, ময়নাগুড়ি ঐতিহ্যবাহী জল্পেশ মন্দির, জটিলেশ্বর মন্দির, পেটকাটি মন্দির, জয়ী সেতু, জলপাইগুড়ি রাজবাড়ি, ধাপরা তিন বিঘা, এইসব অঞ্চলগুলি তো পর্যটকদের লক্ষ্য করা যাবে বলে ট্যুর অপারেটর , উজ্জ্বল শীল জানান, তিনি আরো জানান বিভিন্ন চা বাগানেও, পর্যটকদের জন্য হোমস্টে, এবং বাংলো বানানো হয়েছে, তিনি জানান, দুর্গাপুজোর আগে ডুয়ার্সের প্রকৃতির টানে অর্থাৎ পাহাড়, জঙ্গল, চা বাগান, এবং বিভিন্ন ধর্মীয় স্থানগুলিতে পর্যটকদের আকর্ষণ করবে বলে তিনি মনে করেন।, পর্যটকরা প্রথম দিনেই জঙ্গলে ঘুরে অনেকটাই খুশি বলে জানান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top