রাজ্য – আজ শনিবার, ২ আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত বহুল প্রতীক্ষিত কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে নতুন প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য তৃণমূল স্তরে মানুষের দৈনন্দিন সমস্যার দ্রুত সমাধান করা। ‘দুয়ারে সরকার’ এবং ‘পাড়ায় সমাধান’ কর্মসূচির সাফল্যের পর এবার প্রত্যেকটি বুথে পৌঁছে দেওয়া হবে পরিষেবা ও সমস্যা সমাধানের উদ্যোগ।
এই কর্মসূচি চলবে ২ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত। ১৫ নভেম্বরের মধ্যে জমা পড়া সমস্ত সমস্যার সমাধানের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং ১৫ জানুয়ারির মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে। রাজ্যের মোট ৮০ হাজার বুথে প্রকল্প কার্যকর হবে এবং প্রতি বুথে ১০ লক্ষ টাকা করে বরাদ্দ থাকবে। প্রকল্পের জন্য মোট ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে তৈরি হয়েছে স্টেট লেভেল অ্যাপেক্স কমিটি, যেখানে বিভিন্ন দফতরের সচিব ও কলকাতা পুরসভার কমিশনার থাকবেন। পাশাপাশি কর্মসূচি নির্বিঘ্নে চালানোর জন্য গঠন করা হয়েছে বিশেষ টাস্ক ফোর্স।
জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় রয়েছে মানুষের প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে যুক্ত মোট ১৫টি ক্ষেত্রের কাজ। এর মধ্যে রয়েছে নর্দমা নির্মাণ বা সংস্কার, পানীয় জলের সমস্যার সমাধান, পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ, জলের ট্যাঙ্ক বসানো, রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংস্কার, খেলার মাঠ তৈরি, কমিউনিটি টয়লেট নির্মাণ, পুকুর সংস্কার ও ঘাট পরিষ্কার বা বাঁধানো। এছাড়াও বিদ্যুৎসংযোগের উন্নতি, পার্কে গাছ লাগানো ও বেঞ্চ বসানো, বাসস্টপের শেড তৈরি, অটো বা রিকশা স্ট্যান্ড গড়ে তোলা, ফুটপাত নির্মাণ ও সংস্কার এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার মতো কাজও এই তালিকায় অন্তর্ভুক্ত।
তবে বড় কোনও নির্মাণকাজ বা জমি কেনা-বেচার মতো বিষয় এই প্রকল্পের আওতায় থাকবে না। মূলত স্থানীয় সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্যই এই কর্মসূচি কার্যকর করা হচ্ছে। সরকারের আশা, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ মানুষের কাছে প্রশাসনের কাজকে আরও দৃশ্যমান করবে এবং প্রতিটি এলাকায় উন্নয়নের পরিধি বাড়াবে।
