আজ দশমী, দেবী বরণের সময়সূচী জেনে নিন

আজ দশমী, দেবী বরণের সময়সূচী জেনে নিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বরণের

আজ দশমী, দেবী বরণের সময়সূচী জেনে নিন । আজ বিজয়া দশমী। আকাশে বাতাসে বিষাদের সুর। আবার একবছরের অপেক্ষা। এক বছরপর আবার মা আসবেন। ততোদিন অপেক্ষার পালা।  এবারে  করোনা আবহে প্রতিমা নিরঞ্জনের জন্য নদীর ঘাটগুলিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুরসভা। অন্যদিকে করোনার কথা মাথায় রেখে এবং নদীর জলে দূষণ এড়িয়ে যেতেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

দশমীর দিনে বেশিরভাগ বনেদি বাড়ির পুজোর দেবী বিসর্জন যাবে। এবছর দেবী দুর্গার  দোলায় গমন। ২৮ আশ্বিন অর্থাৎ ১৫ অক্টোবর বিজয়া দশমীতে বিসর্জনান্তে শ্রী শ্রী অপরাজিতা পূজা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, দশমী তিথি শুরু ২৭ আশ্বিন, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার, সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে। দশমী তিথি শেষ ২৮ আশ্বিন, ১৫ অক্টোবর, শুক্রবার, সন্ধ্যা ৬টা ০৩ মিনিট। পঞ্জিকা অনুসারে, সকাল ৯টা ২৭ মধ্যে দেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন প্রশস্তা। শ্রী শ্রী বিজয়া দশমী কৃত্য, কুলচারানুসারে বিসর্জনান্তে শ্রী শ্রী অপরাজিতা পূজা।

 

উল্লেখ্য,   বাংলাদেশের ঘটনায় উদ্বেগ ভারতের, কড়া শাস্তির আশ্বাস দিলেন হাসিনা

 

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে দশমী তিথি শুরু ২৭ আশ্বিন, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার, রাত ৯টা ৫০ মিনিট ৪৪ সেকেন্ড। দশমী তিথি শেষ ২৮ আশ্বিন, ১৫ অক্টোবর, শুক্রবার, রাত ৮টা ২০ মিনিট ১০ সেকেন্ড। পূর্বাহ্ণ ৯টা ২৬ মিনিট ৫৪ সেকেন্ড মধ্যে দ্ব্যাত্মক চরলগ্নে ও চর নবাংশে দশমী বিহিতপুজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা।

 

উল্লেখ্য,   আজ বিজয়া দশমী। আকাশে বাতাসে বিষাদের সুর। আবার একবছরের অপেক্ষা। এক বছরপর আবার মা আসবেন। ততোদিন অপেক্ষার পালা।  এবারে  করোনা আবহে প্রতিমা নিরঞ্জনের জন্য নদীর ঘাটগুলিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুরসভা। অন্যদিকে করোনার কথা মাথায় রেখে এবং নদীর জলে দূষণ এড়িয়ে যেতেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। দশমীর দিনে বেশিরভাগ বনেদি বাড়ির পুজোর দেবী বিসর্জন যাবে।

 

এবছর দেবী দুর্গার  দোলায় গমন। ২৮ আশ্বিন অর্থাৎ ১৫ অক্টোবর বিজয়া দশমীতে বিসর্জনান্তে শ্রী শ্রী অপরাজিতা পূজা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, দশমী তিথি শুরু ২৭ আশ্বিন, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার, সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে।

 

দশমী তিথি শেষ ২৮ আশ্বিন, ১৫ অক্টোবর, শুক্রবার, সন্ধ্যা ৬টা ০৩ মিনিট। পঞ্জিকা অনুসারে, সকাল ৯টা ২৭ মধ্যে দেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন প্রশস্তা। শ্রী শ্রী বিজয়া দশমী কৃত্য, কুলচারানুসারে বিসর্জনান্তে শ্রী শ্রী অপরাজিতা পূজা।

 

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে দশমী তিথি শুরু ২৭ আশ্বিন, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার, রাত ৯টা ৫০ মিনিট ৪৪ সেকেন্ড। দশমী তিথি শেষ ২৮ আশ্বিন, ১৫ অক্টোবর, শুক্রবার, রাত ৮টা ২০ মিনিট ১০ সেকেন্ড। পূর্বাহ্ণ ৯টা ২৬ মিনিট ৫৪ সেকেন্ড মধ্যে দ্ব্যাত্মক চরলগ্নে ও চর নবাংশে দশমী বিহিতপুজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top