আজ দুর্গাপুজো কার্নিভাল রানাঘাটে। শুক্রবার রানাঘাটে হতে চলেছে দুর্গাপুজো কার্নিভাল। বিকেল পাঁচটায় রানাঘাট কলেজ ময়দান থেকে শুরু হবে কার্নিভালের শোভাযাত্রা। বৃহস্পতিবার সারাদিন ধরে চললো তারই জোর কদমে প্রস্তুতি। বাঁশের ম্যারাপ বাঁধা থেকে শুরু করে লাইট লাগানো সবকিছুতেই ছিল চরম ব্যস্ততা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবার নদীয়ায় জেলা পুজোর কার্নিভাল হচ্ছে রানাঘাটে।
এই প্রসঙ্গে রানাঘাট পৌরসভার পৌরপতি কোষলদেব বন্দ্যোপাধ্যায় বলেন, শুক্রবার রাজপথে হবে, কার্নিভাল শোভাযাত্রা। কার্নিভালের জন্য সবদিক দিয়ে প্রস্তুত রানাঘাট পুরসভা। রাস্তা মেরামতির কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কার্নিভাল রুটে করা হচ্ছে স্যানিটাইজেশন। স্প্রে করা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধক ওষুধ। কার্নিভাল নিয়ে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সভা করেন রানাঘাটের মহকুমা শাসক ডঃ হারিস রশিদ।
তিনি বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই কার্নিভাল অনুষ্টিত হতে চলেছে রানাঘাট শহরে বিকেল ৫টায়। এই কার্নিভাল সফল করতে গুরুত্বপূর্ণ সভা করা হলো দায়িত্বে থাকা সমস্ত ব্যক্তি ও পূজো কমিটিদের নিয়ে। এদিনের সভায় রানাঘাটের পৌরপতি, কাউন্সিলর সহ রানাঘাটের মহকুমা পুলিশ অফিসার রানাঘাট থানার আইসি সকলেই উপস্থিত ছিলেন।
আরও পড়ুন – কলকাতা-শ্রী সহ ৭টি শারদ সম্মান জাগরীর থিম “আলোর দিশারী-র” ঝুলিতে
উল্লেখ্য, শুক্রবার রানাঘাটে হতে চলেছে দুর্গাপুজো কার্নিভাল। বিকেল পাঁচটায় রানাঘাট কলেজ ময়দান থেকে শুরু হবে কার্নিভালের শোভাযাত্রা। বৃহস্পতিবার সারাদিন ধরে চললো তারই জোর কদমে প্রস্তুতি। বাঁশের ম্যারাপ বাঁধা থেকে শুরু করে লাইট লাগানো সবকিছুতেই ছিল চরম ব্যস্ততা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবার নদীয়ায় জেলা পুজোর কার্নিভাল হচ্ছে রানাঘাটে। এই প্রসঙ্গে রানাঘাট পৌরসভার পৌরপতি কোষলদেব বন্দ্যোপাধ্যায় বলেন, শুক্রবার রাজপথে হবে, কার্নিভাল শোভাযাত্রা।
কার্নিভালের জন্য সবদিক দিয়ে প্রস্তুত রানাঘাট পুরসভা। রাস্তা মেরামতির কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কার্নিভাল রুটে করা হচ্ছে স্যানিটাইজেশন। স্প্রে করা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধক ওষুধ। কার্নিভাল নিয়ে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সভা করেন রানাঘাটের মহকুমা শাসক ডঃ হারিস রশিদ। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই কার্নিভাল অনুষ্টিত হতে চলেছে রানাঘাট শহরে বিকেল ৫টায়। এই কার্নিভাল সফল করতে গুরুত্বপূর্ণ সভা করা হলো দায়িত্বে থাকা সমস্ত ব্যক্তি ও পূজো কমিটিদের নিয়ে। এদিনের সভায় রানাঘাটের পৌরপতি, কাউন্সিলর সহ রানাঘাটের মহকুমা পুলিশ অফিসার রানাঘাট থানার আইসি সকলেই উপস্থিত ছিলেন।