আজ প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের প্রথম সেমেস্টারের ফলাফল, দুপুর ২টায় অনলাইনে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের প্রথম সেমেস্টারের ফলাফল, দুপুর ২টায় অনলাইনে দেখা যাবে রেজাল্ট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – আজ, শুক্রবার প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের প্রথম সেমেস্টারের ফলাফল। এই প্রথমবার সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা নিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। নানা বিতর্ক ও অভিযোগের মাঝেই মাত্র ৩৯ দিনের মাথায় প্রকাশ পেতে চলেছে ফলাফল। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আজ বেলা সাড়ে ১২টায় সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। দুপুর ২টা থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট এবং প্রকাশিত হবে মেধাতালিকাও।

পর্ষদ সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে মোট ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্যে ১.৫৮ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এবারের পরীক্ষার বিশেষত্ব হলো, প্রথমবার উচ্চমাধ্যমিকের লিখিত পরীক্ষায় ব্যবহার করা হয়েছে OMR শিট, যা মূল্যায়ন প্রক্রিয়াকে আরও দ্রুত ও নির্ভুল করেছে।

গত ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল এই সেমেস্টার পরীক্ষা। সংসদের সভাপতি জানিয়েছেন, সারা দেশে প্রথম পশ্চিমবঙ্গেই দ্বাদশ শ্রেণির পাঠক্রমে সেমেস্টার পদ্ধতি চালু করা হয়েছে, যা শিক্ষাব্যবস্থায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ফলাফল দেখা যাবে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে — https://result.wb.gov.in। পরীক্ষার্থীরা দুপুর ২টা থেকে নিজেদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে লগ ইন করে রেজাল্ট ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। পরবর্তীতে সংশ্লিষ্ট স্কুলের প্রধানশিক্ষক স্বাক্ষর ও স্ট্যাম্পসহ নম্বরপত্র শিক্ষার্থীদের হাতে তুলে দেবেন।

সাধারণত মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারিতে এবং উচ্চমাধ্যমিক মার্চ মাসে। তবে নতুন সেমেস্টার পদ্ধতি চালু হওয়ায় এবার সেপ্টেম্বরেই পরীক্ষায় বসতে হয়েছে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের। শিক্ষামহল মনে করছে, এই নতুন ব্যবস্থা ভবিষ্যতে পরীক্ষার চাপ অনেকটা কমিয়ে আনবে এবং মূল্যায়ন প্রক্রিয়াকে আরও আধুনিক করে তুলবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top