আজ প্রকাশ করার কথা যোগ্য-অযোগ্যদের তালিকা

আজ প্রকাশ করার কথা যোগ্য-অযোগ্যদের তালিকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা – এসএসসি’র শিক্ষক-অশিক্ষক নিয়োগের ২০১৬ সালের প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। ফলে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষককর্মীর। পরবর্তীতে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল রেখেছে যারা ‘দাগি’ নন সেই শিক্ষকদের।শীর্ষ আদালতে চাকরি বাতিলের পর এসএসসির তরফে জানানো হয়েছিল ২১ এপ্রিল ঘোষণা করবে যোগ্য-অযোগ্যদের তালিকা। এই অবস্থায় সোমবার এসএসসি’র ওই তালিকা কি শেষ পর্যন্ত প্রকাশিত হবে?সুপ্রিম কোর্টের কলমের খোঁচায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর চাকরিহারারা দাবি তুলছিলেন, যোগ্যদের তালিকা প্রকাশ করুক এসএসসি। এই দাবিতে গত ১১ এপ্রিল বিকাশ ভবনে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের উপস্থিতিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকও করেছিলেন শিক্ষক এবং শিক্ষাকর্মীদের প্রতিনিধিরা। ওই দিন প্রতিনিধি দলকে শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন ২১ এপ্রিল যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। ওএমআরের প্রকৃত মিরর ইমেজ এসএসসি’র কাছে নেই। তাই সিবিআইয়ের কাছে যে প্রতিলিপি আছে, সেটিই প্রকাশ্যে আনা হবে। সেক্ষেত্রে আইনি পরামর্শ নেওয়া হবে। এখন দেখার আজ এসএসসি যোগ্য-অযোগ্যদের তালিকা ঘোষণা করে কিনা।



এদিকে এই পরিস্থিতিতে সোমবার সল্টলেক করুণাময়ী থেকে এসএসসি দপ্তর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা। যোগ্য আযোগ্যদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত এসএসসি দপ্তরের সামনে অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এই মিছিলে সমস্ত চাকরিহারারা শামিল হবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সূত্রের খবর, পরিবর্তিত পরিস্থিতিতে সোমবারের মিছিলে শিক্ষাকর্মীরাও থাকবেন বলে স্থির হয়েছে। শিক্ষক-শিক্ষাকর্মীদের ওই মঞ্চের আহ্বায়ক চিন্ময় মণ্ডল বলেন, “যোগ্য শিক্ষাকর্মীদের মিছিলে থাকার আহ্বান জানানো হয়েছে। তাঁরা থাকবেন কি না, সেটা তাঁদের বিষয়।” সোমবার বিকেলেই শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকে বসতে পারেন পর্ষদ সভাপতি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top