প্রধানমন্ত্রী – আজ উমা বিদায়ের সঙ্গে পালিত হচ্ছে বিজয়া দশমী ও দশেরা। বাংলায় সিঁদুর খেলা ও মিষ্টিমুখের আয়োজন হয়, আর উত্তর ভারতে রাবণ দহন করে উদযাপিত হয় অশুভ শক্তির বিনাশ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই উৎসব মন্দের ওপর ভালোর এবং মিথ্যার ওপর সত্যের জয়ের প্রতীক। তিনি কামনা করেছেন, সাহস, প্রজ্ঞা ও ভক্তি যেন সর্বদা পথপ্রদর্শক হয়।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ও দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। গুজরাটের ভূজ সামরিক ঘাঁটিতে তিনি বলেন, দশেরা ধর্মের জয়ের প্রতীক।
দেশজুড়ে নানা আচার ও আনন্দঘন পরিবেশে এই উৎসব পালিত হচ্ছে।
