আজ ব্রিগেড, ভিড় বাড়ছে রেল স্টেশন গুলিতে!

আজ ব্রিগেড, ভিড় বাড়ছে রেল স্টেশন গুলিতে!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা – শনিবার থেকেই ব্রিগেড সমাবেশে অংশ নেওয়ার জন্য জেলা গুলো থেকে মানুষ আসতে শুরু করেছেন। কেন্দ্রীয়ভাবে দূর জেলার মানুষদের থাকার জন্য মৌলালির রামলীলা ময়দানে থাকার বন্দোবস্ত করা হয়েছে। হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশনে যাঁরা আসছেন স্বেচ্ছাসেবকরা তাঁদের সহায়তা করেছেন।রবিবার সকালে বালুরঘাট এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল একে একে আসার পর শয়ে শয়ে মেহনতি মানুষের শিয়ালদহ স্টেশন উপস্থিত। উত্তর বঙ্গের জেলা গুলি প্রধানত এছাড়াও মুর্শিদাবাদ, নদীয়া থেকেও কর্মী সমর্থিকরা এসে উপস্থিত হচ্ছেন।
সিআইটিইউ, সারা ভারত কৃষকসভা, সারা ভারত খেতমজুর ইউনিয়ন, পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি একযোগে সমাবেশ ডেকেছে। নেতৃবৃন্দ বলেছেন, খেটে খাওয়া জনতার কথা বলবে এই ব্রিগেড। চাকরিহারার বেদনার কথা বলবে, নতুন চাকরির সম্ভাবনার কথাও বলবে। আর বলবে মেহনতি জনতার ঐক্য এবং সম্প্রীতির কথা। কাজ পাচ্ছেন না, উচ্ছেদের ভয় রয়েছে এমন প্রান্তিক মানুষ আসবেন ব্রিগেডে। উঠবে চাকরিহারাদের পাশে থাকার আবেদনও।নেতৃবৃন্দ বলেছেন, প্রান্তিক এই জনতা নিজেদের দাবি নিজেরাই আদায় করে নেওয়ার লড়াই করছেন। আন্দোলন সংগ্রামে নতুন মাত্রা যোগ করবে ২০ এপ্রিলের ব্রিগেড।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top