নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৬ নভেম্বর, সল্টলেকের সিটি সেন্টারে চার্টার্ড একাউন্টেন্টদের একটি কনফারেন্সে বক্তব্য রাখলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যপাল জগদীপ ধনকর জানান, ভারত এখন রাজনৈতিক সুপার পাওয়ার। ভারতকে অর্থনৈতিক সুপার পাওয়ার করে তুলতে হবে। তার জন্য চার্টার্ড একাউন্টেন্টদের একটা বড় গুরুদায়িত্ব রয়েছে। বিভিন্ন বিষয়ে শর্টকাট না নিয়ে দূরদৃষ্টি পূর্ণ ভাবনা নিতে হবে যাতে দেশে সব সিস্টেম ঠিক থাকে এবং ভারতের নাগরিককে সময়মতো ট্যাক্স দিতে হবে । দেশের অগ্রগতির কথা ভেবে একইসঙ্গে কর ব্যবস্থাকে সহজ রাখতে হবে।
তিনি আরও বলেন, ‘দেশের অর্থমন্ত্রীকে এর জন্য ধন্যবাদ জানাতে চাই কারন তিনি কর ব্যবস্থাকে সহজ-সরল রেখেছেন। যার জন্য দেশে মানুষের মধ্যে কর দেওয়ার প্রবণতা বেড়েছে।। সেই দিন দুরে নেই যখন ভারত ৫ ট্রিলিয়নের অর্থ ব্যবস্থা হয়ে উঠবে। চার্টার্ড একাউন্টেন্ট দেশের অর্থ ব্যবস্থার মেরুদন্ড’।