১৬ নভেম্বর, উৎসব মানেই এক ছাদের নিচে বহু মানুষের মিলন, উৎসব মানেই সকলে মিলে আনন্দে মেতে ওঠা। আর এই উৎসবের কথা বলতে গেলে কলকাতার আন্তর্জাতিক চলচিত্র উৎসব- এর কথা বারে বারে চলে আসে। গত আট দিন চলের পর শুক্রবার ছিল তার শেষ দিন। বাঙালির কাছে ছবি দেখা একটা প্যাশান। আর তাই সিনেমাপ্রেমী মানুষের কাছে এই উৎসব খুবই প্রিয়। গত আট দিন ধরে সিনেমাপ্রেমী মানুষের ভীড় উপছে পড়েছে নন্দনে। দেশ-বিদেশের নানান ছবি দেখতে মানুষ ভিড় জমিয়েছে নন্দনের টিকিট কাউন্টারে।
তবে এই চলচিত্র উৎসব সাধারন মানুষের জীবনে কি সমান প্রভাব ফেলেছে! নিত্যদিনের মতোই সাধারন মানুষেরা ছুটে চলছে জীবনের স্টেশনে। তাদের যে নিজ গন্তব্য স্থলে পৌঁছতে হবে। যেখানে একদিকে কিছু মানুষ দিনের কিছুটা সময় বার করে নিয়েছে সিনেমার জন্য, অন্যদিকে আরেক দল ছুটে চলেছে অনবরত, তার চাকার যেন বিরাম নেই। তাই সিনেমাপ্রেমি হলেও দেখে হয়ে উঠতে পারল না। তবু তারই মাঝে দিনের শেষে টিভির চ্যানেলে বা কাগজের পাতায় দেখে নেয়, সিনেমা সংক্রান্ত জাবতীয় তথ্য ও সিনেমার বিশেষত্ব! এইভাবেই গত ২৪ বছর ধরে এই উৎসব মানুষকে দিয়ে এসেছে নানান স্মৃতি, নানান ছবি ও সাথে অফুরন্ত আনন্দ। প্রতিবারের মতো আবারও সিনেমাপ্রেমিরা অপেক্ষায় থাকল আরও এক বছর।