আট বছর পর জিয়ার মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাম গোপাল ভার্মা

আট বছর পর জিয়ার মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাম গোপাল ভার্মা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, ৩জুন ২০২১:
মাত্র ২৫ বছর বয়সেই জিয়া নিজেকে শেষ করে দেয়। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলি-অভিনেত্রী জিয়া খান? আজও জানা নেই কারোর। বলা যায়,২০০৭ সালে রাম গোপাল ভার্মার ছবি ‘নিঃশব্দ’ দিয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বেঁধে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অভিনেত্রী জিয়া খান। ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সবার প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। সেই নিয়ে নিজের গানস অ্যান্ড থাইস বইয়ে অভিনেত্রী সম্পর্কে লিখলেন পরিচালক রাম গোপাল ভার্মা । লিখেছেন, যে তিনি যখন জিয়ার সঙ্গে প্রথম দেখা করেছিলেন তখন তিনি ভেবেছিলেন, “জিয়া সব চেয়ে নিষ্পাপ ও সেক্সি মেয়ে।” অভিনেত্রীর থেকে সকলের প্রত্যাশাও ছিল একেবারে গগনচুম্বী। কারণ প্রথম ছবিতেই জিয়া বুঝিয়ে দিয়েছিলেন তাঁর মধ্যে ঠিক কতটা ভালো ছবি দর্শকদের উপহার দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাঁর কেরিয়ার দীর্ঘস্থায়ী হয়নি। চলচ্চিত্র নির্মাতা আরও লিখেছেন, “যখন আমি তার আত্মহত্যার কথা শুনি, তখন আমি অঝোরে কেঁদেছিলাম যদিও আমি কখনই তাঁর খুব কাছে আসিনি।

তিনি হলেন সেই সমস্ত শিল্পীদের মধ্যে একজন, যাঁরা চলচ্চিত্র জগতের পরিপূর্ণ হতাশা এবং ব্যর্থতাগুলির মোকাবিলা করতে পারেননি।” এরপর রামগোপাল ভার্মা নিজের টুইটারে লেখেন, “নিঃশব্দে ব্যাপক প্রশংসিত হওয়া এবং বিপুল সফলতা পাওয়া, গজনি ও হাউজফুল ছবির অংশ হওয়া সত্ত্বেও গত তিন বছর ধরে জিয়ার হাতে কোনও কাজ ছিল না। এর কারণ কী তা আমি জানি না, তবে জিয়া তাঁর কেরিয়ার নিয়ে খুব হতাশাগ্রস্ত ছিলেন এবং তাঁর ভবিষ্যত নিয়ে ভয় পেয়েছিলেন।”
আরও লেখেন, “শেষ বার যখন আমার তাঁর সঙ্গে দেখা হয়েছিল, জিয়া আমাকে বলেছিলেন যে তাঁর চার পাশের সবাই তাঁকে একজন ব্যর্থ মানুষের মতো দেখে। তিনি একজন তরুণী এবং সুন্দরী। এখনও বিশ্বাস করতে পারি না যে অল্প বয়স্ক এবং এতটা পরিপূর্ণ একটা জীবন শেষ হয়ে গিয়েছে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top