ভল্লুকের আতংক ফের আলিপুরদুয়ারে। এবার মাঝের ডাবরি চাবাগানের পর বক্সা বাঘ বন লাগোয়া নিউল্যান্ডস এলাকা। কুমারগ্রামের ওই এলাকাতে প্রতিবছরই শীতের সময় ভল্লুকের আনাগোনা লক্ষ্য করা যায়। কিন্তু এবার ভল্লুকের দেখা মিলতেই ভয়ে তটস্থ্য এলাকার মানুষেরা। যদিও নিরাপদে ভল্লুক ধরে তা আবার বনাঞ্চলে ফিরিয়ে দিয়েছে বক্সা বাঘ বন কতৃপক্ষ। তবুও আতংক থেকে থাকে নি।
আবার বক্সা বাঘ বনের পাহাড়ি এলাকা থেকে ওই ভল্লুক নেমে লোকালয়ে হামলা চালায় কি না সেই আতংকে সন্ধ্যা নামার আগে ঘরের জানালা দরজায় খিল সেটে দিচ্ছেন এলাকার মানুষেরা। জানা গিয়েছে বুধবার সন্ধ্যার আগে কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস চাবাগান লাগোয়া রায়ডাক নদীর বেডে একটি ভল্লুকের দেখা পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বক্সা বাঘ বন কতৃপক্ষে।
পরে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে জাল দিয়ে ভল্লুকটিকে ধরে ফেলেন। বৃহস্পতিবার ভোর বেলা নিরিবিলিতে ভল্লুকটি ছেড়ে দেয় বক্সা বাঘ বন কতৃপক্ষ। ভুটান ঘাটের কাছেই ভল্লুকের সম্ভাব্য আস্তানাতে সেটিকে ছেড়ে দেওয়া হয়েছে। বক্সা বাঘ বনের পূর্ব বিভাগের উপক্ষেত্র অধিকর্তা শ্রী হরিশ বলেন, “ ভল্লুকটির বয়স আনুমানিক ২ বছর। এটি একটি স্ত্রী ভল্লুকের শাবক।
ঘুম পাড়ানি গুলি করে ভল্লুক কাবু করলে অনেক সময় ওই ভল্লুকের মৃত্যু হতে পারে। সেই কারনে আমরা জাল দিয়ে ভল্লুকটিকে ধরে জঙ্গলে ছেড়ে দিয়েছি। সুস্থ্য অবস্থায় ভল্লুকটি জঙ্গলে চলে গেছে।” এদিকে এলাকার লোকেরা ফের ওই ভল্লুক লোকালয়ে চলে আসতে পারে বলে আশংকা করছেন। স্থানীয় বাসিন্দা অমর রায় বলেন, “ ভুটান ঘাট, নিউল্যান্ডস চাবাগানের ওই এলাকাতে আগেও ভল্লুক বেড়িয়েছিল।
আর ও পড়ুন লকডাউনের পথে এখনই হাঁটতে রাজি নয় রাজ্য সরকার, ইঙ্গিত দিলেন মমতা
ওখানে ভল্লুকের ডেরা রয়েছে। ফের এই ভল্লুকটি লোকালয়ে চলে আসতে পারে। আমরা ভয়ে রয়েছি। বনকর্মীদের এলাকা পাহাড়া দিতে বলা হয়েছে। সকলকে সাবধানে থাকতে হবে।” উল্লেখ্য চলতি মাসেই বক্সা বাঘ বন লাগোয়া মাঝের ডাবরি চাবাগানে একটি ভল্লুক বেড়িয়েছিল।
ভল্লুক খুজতে এলাকায় হাতি নামানো হয়েছিল। সেবার ঘুম পাড়ানি গুলি করে ভল্লুক কাবু করা হয়েছিল। এছাড়া ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ভল্লুক বেড়িয়ে পড়ার ঘটনা ঘটছে। এবার অসম সীমানার কুমারগ্রামের নিউল্যান্ডস এলাকায় ভল্লুকের দেখা মেলায় ফের ডুয়ার্সে ভল্লুকের আতংক তৈরি হয়েছে।
উল্লেখ্য, ভল্লুকের আতংক ফের আলিপুরদুয়ারে। এবার মাঝের ডাবরি চাবাগানের পর বক্সা বাঘ বন লাগোয়া নিউল্যান্ডস এলাকা। কুমারগ্রামের ওই এলাকাতে প্রতিবছরই শীতের সময় ভল্লুকের আনাগোনা লক্ষ্য করা যায়। কিন্তু এবার ভল্লুকের দেখা মিলতেই ভয়ে তটস্থ্য এলাকার মানুষেরা। যদিও নিরাপদে ভল্লুক ধরে তা আবার বনাঞ্চলে ফিরিয়ে দিয়েছে বক্সা বাঘ বন কতৃপক্ষ। তবুও আতংক থেকে থাকে নি।আবার বক্সা বাঘ বনের পাহাড়ি এলাকা থেকে ওই ভল্লুক নেমে লোকালয়ে হামলা চালায় কি না সেই আতংকে সন্ধ্যা নামার আগে ঘরের জানালা দরজায় খিল সেটে দিচ্ছেন এলাকার মানুষেরা।
জানা গিয়েছে বুধবার সন্ধ্যার আগে কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস চাবাগান লাগোয়া রায়ডাক নদীর বেডে একটি ভল্লুকের দেখা পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বক্সা বাঘ বন কতৃপক্ষে।ভল্লুকের আতংক ফের আলিপুরদুয়ারে। এবার মাঝের ডাবরি চাবাগানের পর বক্সা বাঘ বন লাগোয়া নিউল্যান্ডস এলাকা। কুমারগ্রামের ওই এলাকাতে প্রতিবছরই শীতের সময় ভল্লুকের আনাগোনা লক্ষ্য করা যায়। কিন্তু এবার ভল্লুকের দেখা মিলতেই ভয়ে তটস্থ্য এলাকার মানুষেরা। যদিও নিরাপদে ভল্লুক ধরে তা আবার বনাঞ্চলে ফিরিয়ে দিয়েছে বক্সা বাঘ বন কতৃপক্ষ। তবুও আতংক থেকে থাকে নি।
আবার বক্সা বাঘ বনের পাহাড়ি এলাকা থেকে ওই ভল্লুক নেমে লোকালয়ে হামলা চালায় কি না সেই আতংকে সন্ধ্যা নামার আগে ঘরের জানালা দরজায় খিল সেটে দিচ্ছেন এলাকার মানুষেরা। জানা গিয়েছে বুধবার সন্ধ্যার আগে কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস চাবাগান লাগোয়া রায়ডাক নদীর বেডে একটি ভল্লুকের দেখা পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বক্সা বাঘ বন কতৃপক্ষে।