আত্রেয়ী খাঁড়ি দখল করে তৃণমূলের এসি পার্টি অফিস, জেলা শাসকের কাছে অভিযোগ বিজেপির

আত্রেয়ী খাঁড়ি দখল করে তৃণমূলের এসি পার্টি অফিস, জেলা শাসকের কাছে অভিযোগ বিজেপির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আত্রেয়ী

আত্রেয়ী খাঁড়ি দখল করে তৃণমূলের এসি পার্টি অফিস, জেলা শাসকের কাছে  অভিযোগ বিজেপির। এবার আত্রেয়ী খাঁড়ি দখল করে তৃণমূলের এসি পার্টি অফিস গড়ে তোলাকে কেন্দ্র করে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানাল বালুরঘাট টাউন বিজেপি।

 

ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের ব্রিজকালি সংলগ্ন নতুন ৭ নম্বর ওয়ার্ডে। বিজেপির বালুরঘাট টাউন মন্ডল সভাপতি সুমন বর্মন বলেন বালুরঘাট শহরের বুকে এমন ঘটনা ভাবা যায় না। সুমন বর্মন তৃণমূলের দিকে আঙুল তুলে বলেন যে সমস্ত তৃণমূলের নেতারা জনতার মাঝে নিজেদেরকে সতী সাবিত্রী হিসেবে পরিচয় দেন তাদের কাছে অনুরোধ আপনারা যদি অতটাই সতী সাবিত্রী হন তাহলে খাড়ির বুকে বেআইনিভাবে গড়ে তোলা তৃণমূলের এসি পার্টি অফিসটি ভেঙ্গে দিন তাহলেই আমরা বুঝবো আপনারা কতটা সতী সাবিত্রী।

 

সুমন বর্মন অভিযোগ করে বলেন পশ্চিমবঙ্গের তৃণমূলের যা অবস্থা নদী, খাল, বিল, পুকুর, খারি দখল করেই তৃণমূলের নেতারা বেঁচে আছে। সর্বশেষে সুমন বর্মন বলেন বালুরঘাটের লাইফ লাইন আত্রেয়ী খাঁড়িকে রক্ষা করতে বালুরঘাট টাউন বিজেপি বদ্ধপরিকর। বিজেপির আন্দোলন চলছে চলবে।

 

উল্লেখ্য, আত্রেয়ী খাঁড়ি দখল করে তৃণমূলের এসি পার্টি অফিস, জেলা শাসকের কাছে  অভিযোগ বিজেপির। এবার আত্রেয়ী খাঁড়ি দখল করে তৃণমূলের এসি পার্টি অফিস গড়ে তোলাকে কেন্দ্র করে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানাল বালুরঘাট টাউন বিজেপি। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের ব্রিজকালি সংলগ্ন নতুন ৭ নম্বর ওয়ার্ডে। বিজেপির বালুরঘাট টাউন মন্ডল সভাপতি সুমন বর্মন বলেন বালুরঘাট শহরের বুকে এমন ঘটনা ভাবা যায় না।

 

আর ও  পড়ুন    এখন থেকে ধূপগুড়িতে জানা যাবে বায়ু দূষনের মাত্রা

 

সুমন বর্মন তৃণমূলের দিকে আঙুল তুলে বলেন যে সমস্ত তৃণমূলের নেতারা জনতার মাঝে নিজেদেরকে সতী সাবিত্রী হিসেবে পরিচয় দেন তাদের কাছে অনুরোধ আপনারা যদি অতটাই সতী সাবিত্রী হন তাহলে খাড়ির বুকে বেআইনিভাবে গড়ে তোলা তৃণমূলের এসি পার্টি অফিসটি ভেঙ্গে দিন তাহলেই আমরা বুঝবো আপনারা কতটা সতী সাবিত্রী। সুমন বর্মন অভিযোগ করে বলেন পশ্চিমবঙ্গের তৃণমূলের যা অবস্থা নদী, খাল, বিল, পুকুর, খারি দখল করেই তৃণমূলের নেতারা বেঁচে আছে। সর্বশেষে সুমন বর্মন বলেন বালুরঘাটের লাইফ লাইন আত্রেয়ী খাঁড়িকে রক্ষা করতে বালুরঘাট টাউন বিজেপি বদ্ধপরিকর। বিজেপির আন্দোলন চলছে চলবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top