আত্রেয়ী খাড়ি দখলের অভিযোগ তুলে সরব বিজেপি

আত্রেয়ী খাড়ি দখলের অভিযোগ তুলে সরব বিজেপি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
দখলের

আত্রেয়ী খাড়ি দখলের অভিযোগ তুলে সরব বিজেপি। উল্লেখ যে বালুরঘাটের আত্রেয়ী নদী বক্ষ থেকে আত্রেয়ী খাড়ি  দক্ষিণ দিনাজপুর জেলার  বালুরঘাট শহরের বুক চিড়ে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রবাহিত হয়েছে। এও উল্লেখ যে ইতিপূর্বে বালুরঘাট শহরের বুক চিড়ে প্রবাহমান অপরিচ্ছন্ন আত্রেয়ী খাড়ি সংস্কারে উদ্যোগ নিতে প্রশাসনকে দেখা গেলেও এই আত্রেয়ী খাড়িটির অনেকটা অংশ বর্তমানে কার্যত আবর্জনা স্তুপে পরিণত হয়েছে।

 

কোথাও আবার খাড়ি তীরবর্তী অংশ ভরাট করে গড়ে উঠেছে অবৈধ নির্মাণ। এবার পৌর নির্বাচনের পূর্বে আত্রেয়ী খাড়ি দখলের অভিযোগ তুলে সরব হওয়ার পাশাপাশি জেলা শাসকের দারস্থ হল বিজেপি। বিজেপির বালুরঘাট শহর মন্ডল কমিটির সভাপতি সুমন বর্মণ-এর অভিযোগ বালুরঘাট শহরের মোটরকালীবাড়ি থেকে ব্রিজকালীবাড়ি অবধি আত্রেয়ী খাড়ি তীরবর্তী অংশ সেচ ও ভূমি দপ্তরের অসাধু আধিকারিকদের এবং বালুরঘাট পৌরসভার প্রশাসক মন্ডলীর সঙ্গে অসাধু প্রোমোটারদের গোপন আতাতে দখল হয়ে যাচ্ছে।

 

সোমবার বিজেপির পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরে এই অভিযোগ জানানোর পাশাপাশি আত্রেয়ী খাড়ি দখলে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের আবেদনও জানানো হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। অন্যদিকে পৌর নির্বাচনের দামামা বাজবার পূর্বেই বিজেপির পক্ষ আত্রেয়ী খাড়ি দখলের উঠতেই সরগরম হতে শুরু হয়েছে বালুরঘাট শহরের রাজনৈতিক মহল।

 

আর ও পড়ুন    শীতে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে বাদাম

 

জেলার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অনুমান বালুরঘাট পৌরসভা নির্বাচনে বিজেপি নেতৃত্ব আত্রেয়ী খাড়ি নিয়ে আন্দোলনে নামতে পারে রাজ্যের শাসক দলকে নির্বাচনী প্রচারে কোণঠাসা করতে। বিজেপির পক্ষ থেকে তোলা অভিযোগ প্রসঙ্গে বালুরঘাট পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান শেখর দাশগুপ্ত বলেন পৌরসভার এতে কিছু করার নেই, আমাদের যা আপত্তি জানানোর আমরা বিভাগীয় দপ্তরে জানায়। তিনি বলেন আমরা কাউকে মদত দিই না।

 

একইসঙ্গে বিজেপির তোলা অভিযোগকে তিনি অপরিণত এবং ভুল অভিযোগ বলবার পাশাপাশি তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন ওদের জেনে অভিযোগ করা উচিৎ ছিল এবং অভিযোগটিকে দুর্ভাগ্যজনক বলেও অভিহিত করেন।

 

উল্লেখ্য, আত্রেয়ী খাড়ি দখলের অভিযোগ তুলে সরব বিজেপি। উল্লেখ যে বালুরঘাটের আত্রেয়ী নদী বক্ষ থেকে আত্রেয়ী খাড়ি  দক্ষিণ দিনাজপুর জেলার  বালুরঘাট শহরের বুক চিড়ে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রবাহিত হয়েছে। এও উল্লেখ যে ইতিপূর্বে বালুরঘাট শহরের বুক চিড়ে প্রবাহমান অপরিচ্ছন্ন আত্রেয়ী খাড়ি সংস্কারে উদ্যোগ নিতে প্রশাসনকে দেখা গেলেও এই আত্রেয়ী খাড়িটির অনেকটা অংশ বর্তমানে কার্যত আবর্জনা স্তুপে পরিণত হয়েছে। কোথাও আবার খাড়ি তীরবর্তী অংশ ভরাট করে গড়ে উঠেছে অবৈধ নির্মাণ। এবার পৌর নির্বাচনের পূর্বে আত্রেয়ী খাড়ি দখলের অভিযোগ তুলে সরব হওয়ার পাশাপাশি জেলা শাসকের দারস্থ হল বিজেপি।

 

বিজেপির বালুরঘাট শহর মন্ডল কমিটির সভাপতি সুমন বর্মণ-এর অভিযোগ বালুরঘাট শহরের মোটরকালীবাড়ি থেকে ব্রিজকালীবাড়ি অবধি আত্রেয়ী খাড়ি তীরবর্তী অংশ সেচ ও ভূমি দপ্তরের অসাধু আধিকারিকদের এবং বালুরঘাট পৌরসভার প্রশাসক মন্ডলীর সঙ্গে অসাধু প্রোমোটারদের গোপন আতাতে দখল হয়ে যাচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top