Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
BJP has covered nationalist ideology of the Congress, said Rahul Gandhi

কংগ্রেসের জাতীয়তাবাদী আদর্শকে ঢেকে দিয়েছে বিজেপি, বললেন রাহুল গান্ধী

কংগ্রেসের জাতীয়তাবাদী আদর্শকে ঢেকে দিয়েছে বিজেপি, বললেন রাহুল গান্ধী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আদর্শকে

কংগ্রেসের জাতীয়তাবাদী আদর্শকে ঢেকে দিয়েছে বিজেপি, বললেন রাহুল গান্ধী, পাশাপাশিহিন্দু ধর্ম এবং হিন্দুত্বের মধ্যে তফাত ব্যাখ্যা করলেন ভারতের প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সর্বভারতীয় কংগ্রেস কমিটির এক অনুষ্ঠানে রাহুল গান্ধী  প্রশ্ন তুলে বলেন,  কেন বলা হচ্ছে, হিন্দুত্ব ও হিন্দু ধর্মের মধ্যে তফাত রয়েছে। যদি কেউ হিন্দু হন, তাহলে কেন তাঁর হিন্দুত্বের প্রয়োজন ?

 

হিন্দু ধর্ম ও হিন্দুত্বের তফাত প্রসঙ্গে  রাহুল গান্ধী বলেন, হিন্দু ধর্মে কি শিখ কিংবা মুসলিমদের মারধরের শিক্ষা দেওয়া হয়? কিন্তু হিন্দুত্বে দেওয়া হয়। তিনি বলেছেন, হিনু ধর্মগ্রন্থ  উপনিষদ পড়েছেন, সেখানে কোথাও মারধরের কথা লেখা নেই। তিনি বলেন, যদি দুটো একই হবে, তাহলে এক নাম নয় কেন? রাহুল গান্ধী দাবি করেন হিন্দু ধর্ম আর হিন্দুত্ব সম্পূর্ণ আলাদা।

 

এআইসিসির অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাহুল গান্ধী বলেন, কংগ্রেসের আদর্শ হল সুন্দর রত্নের মতো। এর ভিতরে সীমানহীন শক্তি রয়েছে। কিন্তু এই মুহূর্তে একটিকে আবৃত করে রয়েছে বিজেপি, যারা সারা দেশে ঘৃণা ছড়াচ্ছে। তিনি বলেন, কংগ্রেসের আদর্শ হল জীবিত ও প্রাণবন্ত, যা বিজেপির মতবাদকে ঢেকে ফেলার মতো। রাহুল গান্ধী বলেছেন, বিজেপি কংগ্রেসের প্রেমময়, স্নেহপূর্ণ এবং জাতীয়তাবাদী আদর্শকে ঢেকে দিয়েছে। সংবাদ মাধ্যম এবং দেশকে দখলের ফলেই তা ঢেকে গিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

 

রাহুল বলেছেন, এটা হয়েছে কারণ তাঁরা নিজেদের আদর্শকে জনগণের মধ্যে আক্রমণাত্মকভাবে প্রচার করেননি। মতাদর্শকে শক্তিশালী করার সময় রাহুল গান্ধী বলেছেন, সময় এসেছে কংগ্রেসের মতাদর্শকে শক্তিশালী করার। পাশাপাশি এই আদর্শকে সারা ভারতে দলের কর্মীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেছেন, দল অতীতে মতাদর্শের কথা ঠিকভাবে প্রচার করেনি।

 

রাহুল গান্ধী সব কংগ্রেস সদস্যদের আদর্শগত প্রশিক্ষণ এবং এর গুরুত্বের ওপরে জোর দিয়েছেন। রাহুল গান্ধী বলেছেন, দলের মতাদর্শের প্রচারের উপায় হল, কংগ্রেসের কোনও সদস্য  এবং আরএসএস-এর কোনও সদস্যের মধ্যে তফাতকে তুলে ধরা। পাশাপাশি দলের কর্মীদের মতাদর্শগত প্রচার বাধ্যতামূলক করার কথাও বলেছেন। তিনি আরও বলেছেন, দলের আদর্শতেই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে।

 

আর ও  পড়ুন     মাত্র চার ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া যাবে পুরী 

 

এর মধ্যে রয়েছে ৩৭০ ধারা, সন্ত্রাসবাদ, জাতীয়তাবাদ, সবই। এদিকে রাহুল গান্ধীর মন্তব্যের পরেই বিজেপিও তাঁকে নিশানা করেছেন। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, এটা খুবই দুঃখের যে কংগ্রেস হিন্দুত্বকে আক্রমণ করছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top