আদালত বন্ধ রেখে আন্দোলনে আইনজীবীরা

আদালত বন্ধ রেখে আন্দোলনে আইনজীবীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আদালত

আদালত বন্ধ রেখে আন্দোলনে আইনজীবীরা।  আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার করছে বিচারক, দাবি তুলে অনির্দিষ্টকালের জন্য আদালত বন্ধ রেখে আন্দোলনে আইনজীবীরা বনগাঁ মহকুমা আদালতের এডিজে ১ আদালত অনির্দিষ্ট কালের জন্য বয়কট করে আন্দোলন শুরু করলো আদালতের আইনজীবীরা। বুধবার বেলা বারোটা নাগাদ আদালতের শতাধিক আইনজীবী ,ল-ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্য সহ একাধিক সংগঠনের সদস্যরা লিছিল করে বিচারকের ঘরের সামনের বেঞ্চিতে বসে বিক্ষোভ দেখাতে থাকে৷

 

বনগাঁ মহকুমা আদালতের ল-ইয়ার্স এসোসিয়েশনের সম্পাদক সমীর দাস বলেন” ওই বিচারক আইনজীবীদের সঙ্গে বাজে ভাষায় কথা বলছেন।গতকাল আমাদের এক মেম্বার দ্বীপাজ্ঞয় দত্তর সঙ্গে দুর্ব্যবহার করেছে জজ সাহেব শান্তনু মুখোপাধ্যায়। তাই আমরা এই ঘটনার প্রতিবাদ জানাতে আন্দোলনের ডাক দিয়েছে।

 

আদালতের বিভিন্ন ক্ষেত্রে টাকা না দিলে কাজ হয় না। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গিয়েছে।থানায় দারোগা বিভিন্ন অভিযুক্তর হয়ে কিভাবে জামিন করা যায় তার প্যাকেট সিস্টেম করে লইয়ার্স দের সঙ্গে যোগাযোগ করছেন। তার বিরুদ্ধেও আজ আমরা প্রতিবাদে সামিল হয়েছি।

 

আর ও পড়ুন    রামগঙ্গা নদী বাঁধ তৈরিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ 

 

উল্লেখ্য, আদালত বন্ধ রেখে আন্দোলনে আইনজীবীরা।  আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার করছে বিচারক, দাবি তুলে অনির্দিষ্টকালের জন্য আদালত বন্ধ রেখে আন্দোলনে আইনজীবীরা বনগাঁ মহকুমা আদালতের এডিজে ১ আদালত অনির্দিষ্ট কালের জন্য বয়কট করে আন্দোলন শুরু করলো আদালতের আইনজীবীরা। বুধবার বেলা বারোটা নাগাদ আদালতের শতাধিক আইনজীবী ,ল-ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্য সহ একাধিক সংগঠনের সদস্যরা লিছিল করে বিচারকের ঘরের সামনের বেঞ্চিতে বসে বিক্ষোভ দেখাতে থাকে৷

 

বনগাঁ মহকুমা আদালতের ল-ইয়ার্স এসোসিয়েশনের সম্পাদক সমীর দাস বলেন” ওই বিচারক আইনজীবীদের সঙ্গে বাজে ভাষায় কথা বলছেন।গতকাল আমাদের এক মেম্বার দ্বীপাজ্ঞয় দত্তর সঙ্গে দুর্ব্যবহার করেছে জজ সাহেব শান্তনু মুখোপাধ্যায়। তাই আমরা এই ঘটনার প্রতিবাদ জানাতে আন্দোলনের ডাক দিয়েছে।

 

আদালতের বিভিন্ন ক্ষেত্রে টাকা না দিলে কাজ হয় না। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গিয়েছে।থানায় দারোগা বিভিন্ন অভিযুক্তর হয়ে কিভাবে জামিন করা যায় তার প্যাকেট সিস্টেম করে লইয়ার্স দের সঙ্গে যোগাযোগ করছেন। তার বিরুদ্ধেও আজ আমরা প্রতিবাদে সামিল হয়েছি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top