
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৪ মার্চ, পুরনো ব্যারাকপুর আদালত থেকে সরিয়ে ব্যারাকপুর এস এন ব্যানার্জি রোড নবনির্মিত আদালত ভবনে স্থানান্তরের দাবিতে আজ ব্যারাকপুর আদালতের আইনজীবীরা বিক্ষোভ মিছিল করল।

ব্যারাকপুর মহকুমাশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন তারা। অবিলম্বে নতুন আদালত ভবন চালু করার দাবি জানায় সকলে।এ ব্যপারে ২৪ ঘন্টার মধ্যে কোন ব্যবস্থা না নেওয়া হলে আগামী ৫ মার্চ থেকে ব্যারাকপুর আদালত বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে আইনজীবীদের পক্ষ থেকে।



















