আদালতে ( Court ) হাজির হয়েও আত্মসমর্পণ করতে পারলেন না বিধায়ক চন্দনা বাউরী

আদালতে ( Court ) হাজির হয়েও আত্মসমর্পণ করতে পারলেন না বিধায়ক চন্দনা বাউরী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Court

 

আদালতে ( Court ) হাজির হয়েও আত্মসমর্পণ করতে পারলেন না বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী । নিজের স্বামী সন্তান থাকা সত্বেও গাড়ির চালক কৃষ্ণ কুন্ডুকে বিয়ে করা , বধু নির্যাতন , হুমকি প্রদান সহ একাধিক অভিযোগ সংক্রান্ত মামলায় আত্মসমর্পণ করার জন্য এদিন বাঁকুড়া জেলা আদালতে হাজির হন চন্দনা বাউরী ।

 

চন্দনা বাউরী আদালতে  ( Court ) আত্মসমর্পন সংক্রান্ত আবেদনও জানান । কিন্তু আদালত চন্দনার আইনজীবীকে জানান এই মামলায় অভিযুক্ত যেহেতু একজন বিধায়ক তাই এই মামলাটি বারাসাতের বিশেষ আদালতে ( Court ) বিচারের যোগ্য । এরপরই আত্মসমর্পণের আবেদন প্রত্যাহার করে নেন চন্দনা বাউরীর আইনজীবি ।

 

গত ১৯ আগষ্ট বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি থানায় হাজির হয়ে চন্দনা বাউরীর গাড়ির চালক কৃষ্ণ কুন্ডুর স্ত্রী রূম্পা কুন্ডু হাজির হয়ে নিজের স্বামী ও বিধায়ক চন্দনা বাউরীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান । লিখিত অভিযোগে তিনি জানান নির্বাচনের আগে থেকেই দলীয় কাজে চন্দনা বাউরীর সঙ্গে বিভিন্ন জায়গায় যেতেন তাঁর স্বামী কৃষ্ণ কুন্ডু । সেই সূত্রেই চন্দনা বাউরীর সঙ্গে তাঁর স্বামী কৃষ্ণ কুন্ডু প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। চন্দনা বাউরী বিধায়ক হওয়ার পরও সেই সম্পর্ক অটুট থাকে ।

 

আর ও পড়ুন    কংগ্রেসেই ( Congress ) যোগ দিচ্ছেন পিকে, চূড়ান্ত সিদ্ধান্তের পথে সোনিয়া

 

বিধায়ক চন্দনা বাউরী তাঁর স্বামী কৃষ্ণ কুন্ডুকে গোপনে বিয়েও করেছেন বলে লিখিত অভিযোগে জানান রূম্পা কুন্ডু । রূম্পা কুন্ডুর দাবি এই ঘটনার প্রতিবাদ করায় তাঁকে শারীরিক নির্যাওতন করা হয় । চন্দনা বাউরীর ভাই রূম্পা কুন্ডুকে ফোনে হুমকি দেয় বলেও অভিযোগ । এই ঘটনার পরই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয় ।

 

বিধায়ক চন্দনা বাউরী সমাজমাধ্যমে লাইভ করে বিষয়টি অস্বীকার করেন । তিনি জানান বিয়ে করার কোনো প্রশ্নই ওঠেনা । পারিবারিক সমস্যা মেটাতে তিনি কৃষ্ণ কুন্ডুকে সঙ্গে নিয়ে ১৯ আগষ্ট ভোরে তিনি গঙ্গাজলঘাঁটি থানায় গিয়েছিলেন । রাজনৈতিক উদ্যেশ্যে তাঁর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে । এদিকে বিধায়ক চন্দনা বাউরীর গাড়ির চালক কৃষ্ণ কুন্ডুর স্ত্রী রূম্পা কুন্ডুর দায়ের করা অভিযোগের ভিত্তিতে বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ চন্দনা বাউরী ও কৃষ্ণ কুন্ডুর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪৯৮ এ ধারায় বধু নির্যাতন , ৪৯৪ ধারায় বিবাহ বহির্ভূত সম্পর্ক , ৪০৬ নম্বর ধারায় বিস্বাসভঙ্গ ও ৫০৬ নম্বর ধারায় হুমকি দেওয়ার মামলা রুজু করে ।

 

সেই মামলার নোটিশ পেয়ে আজ বাঁকুড়া জেলা আদালতে আত্মদসমর্পণের চেষ্টা করেন বিধায়ক চন্দনা বাউরী । চন্দনা বাউরী এদিন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে কিছু বলতে চাননি । চন্দনা বাউরীর আইনজীবী লোকেশ মুখার্জী বলেন, “ চন্দনা বাউরী এদিন আত্মসমর্পণ করার জন্য আদালতে এসেছিলেন । এদিন আদালতে সরকারী আইনজীবী জানান, বিধায়ক যুক্ত থাকায় এই মামলার বিচার বারাসাতের বিশেষ আদালতের বিচারযোগ্য । এরপরই আমরা আতমসমর্পণের আবেদন প্রত্যাহার করে নিয়েছি ।

 

আগামীদিনে চন্দনা বাউরী বারাসাতের বিশেষ আদালতে আত্মসমর্পন করবেন” । সরকারী আইনজীবী সজল বারিক বলেন, “ চন্দনা বাউরী একজন বিধায়ক । আদালত মনে করেছেন বিধায়কের মামলাটি এখানে বিচার করা যাবে না । এরপরই বিধায়কের আইনজীবী আত্মসমর্পণের আবেদন প্রত্যাহার করে নেন” ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top