চাবাগান এলাকায় আদিবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে পায়ে হেটে দিল্লীর উদ্দেশ্যে রওনা হলেন মাল ব্লকের ওদলাবাড়ি চাবাগানের দুই যুবক। সোমবার ওদলাবাড়ি চাবাগান এলাকা থেকে দিল্লীর রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা হয় তারা। এই দুই যুবকের নাম পিলাতুষ ওড়াও (২৫) এবং শ্যাম ওড়াও (৩০)। বাড়ি ওদলাবাড়ি চাবাগানে।
পিলাতুষ ওড়াও বলেন, চাবাগানসহ ডুয়ার্স এবং তড়াই এলাকায় আদিবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে তাদের এই পদযাত্রা। তিনি বলেন, আদিবাসী এলাকায় পানিয় জলের সমস্যা, বেহাল রাস্তাঘাট। এছারা ডুয়ার্স এলাকা জুরে আমাদের ভগবান বিরসা মুন্ডার মুর্তি বসানো হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা ভাল উদ্যোগ কিন্তু বিরসা মুন্ডার মুর্তির চেহারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম।যেখানে বিরসা মুন্ডা ২৫ বছর শহীদ হয়ে ছিলেন, সেখানে এখন যেসব মুর্তি বসানো হচ্ছে তাদে দেখে মনে হচ্ছে ৪০-৫০ বছর বয়স। এতে আদিবাসীদের মধ্যে বিরুপ প্রতিকৃয়া দেখা যাচ্ছে। এইসব অভাব অভিযোগ আমরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জানাব।
এদিন এই দুই যুবক কে খাদা এবং মালা পরিয়ে শুভেচ্ছা জানান আদিবাসী একতা বিকাশ মঞ্চের অন্যতম সদস্য মহেশ বাগে। তিনি বলেন, এই প্রথম কোন আদিবাসী যুবক,ডুয়ার্স এবং তড়াই এর বিভিন্ন দাবিদবা নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হলো। আমরা ওদের পাশে আছি।
আরও পড়ুন – গণেশ চতুর্থীর দিন ভুলেও করবেন না এই কাজ, জীবনে নেমে আসবে চরম দুর্দশা
উল্লেখ্য, চাবাগান এলাকায় আদিবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে পায়ে হেটে দিল্লীর উদ্দেশ্যে রওনা হলেন মাল ব্লকের ওদলাবাড়ি চাবাগানের দুই যুবক। সোমবার ওদলাবাড়ি চাবাগান এলাকা থেকে দিল্লীর রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা হয় তারা। এই দুই যুবকের নাম পিলাতুষ ওড়াও (২৫) এবং শ্যাম ওড়াও (৩০)। বাড়ি ওদলাবাড়ি চাবাগানে।
পিলাতুষ ওড়াও বলেন, চাবাগানসহ ডুয়ার্স এবং তড়াই এলাকায় আদিবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে তাদের এই পদযাত্রা। তিনি বলেন, আদিবাসী এলাকায় পানিয় জলের সমস্যা, বেহাল রাস্তাঘাট। এছারা ডুয়ার্স এলাকা জুরে আমাদের ভগবান বিরসা মুন্ডার মুর্তি বসানো হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা ভাল উদ্যোগ কিন্তু বিরসা মুন্ডার মুর্তির চেহারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম।যেখানে বিরসা মুন্ডা ২৫ বছর শহীদ হয়ে ছিলেন, সেখানে এখন যেসব মুর্তি বসানো হচ্ছে তাদে দেখে মনে হচ্ছে ৪০-৫০ বছর বয়স। এতে আদিবাসীদের মধ্যে বিরুপ প্রতিকৃয়া দেখা যাচ্ছে। এইসব অভাব অভিযোগ আমরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জানাব।