আদিবাসীদের পাঁচ দফা দাবি। একাধিক দাবি নিয়ে মঙ্গলবার গোয়ালপোখর ২ ব্লকের সামনে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে ধরনা প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করা হলো। তারা এই প্রদর্শনের মধ্য দিয়ে যে পাঁচটি দাবি সরকারের কাছে তুলে ধরেছেন তা হলো ১. আদিবাসী স্ব-শাসন ব্যবস্থা সংশোধন করে অবিলম্বে গণতন্ত্র ও সংবিধান কানুন লাগু করতে হবে। ২. ভারতের প্রকৃতি পূজারী আদিবাসীদের ‘সরনা ধরম কোড’ মান্যতা দিয়ে জনগণনায় সামিল করতে হবে।
৩. ভারতের একমাত্র সাংবিধানিক স্বীকৃতি প্রাপ্ত আদিবাসী ভাষা,সাঁওতালি ভাষাকে ঝাড়খন্ড রাজ্যে প্রথম রাজ ভাষার মর্যাদা দিতে হবে। ৪. আসাম ও আন্দামানে আদিবাসী জনজাতিকে এস টি সূচি করতে হবে। ৫. ভগবান বিরসা মুন্ডার জন্মদিন ১৫ ই ২০০০ সালের। এরকম একাধিক দাবি জানিয়ে সেদিন তারা ব্লকের সামনেই ধরনায় বসে পড়ে। যার ফলে বেশ কিছু পুলিশ মোতায়ন করা হয় ব্লকেই।
আরও পড়ুন – কুড়ি দিন থেকে নিখোঁজ , জলপাইগুড়ির ব্যাবসায়ী
উল্লেখ্য, একাধিক দাবি নিয়ে মঙ্গলবার গোয়ালপোখর ২ ব্লকের সামনে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে ধরনা প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করা হলো। তারা এই প্রদর্শনের মধ্য দিয়ে যে পাঁচটি দাবি সরকারের কাছে তুলে ধরেছেন তা হলো ১. আদিবাসী স্ব-শাসন ব্যবস্থা সংশোধন করে অবিলম্বে গণতন্ত্র ও সংবিধান কানুন লাগু করতে হবে। ২. ভারতের প্রকৃতি পূজারী আদিবাসীদের ‘সরনা ধরম কোড’ মান্যতা দিয়ে জনগণনায় সামিল করতে হবে।
৩. ভারতের একমাত্র সাংবিধানিক স্বীকৃতি প্রাপ্ত আদিবাসী ভাষা,সাঁওতালি ভাষাকে ঝাড়খন্ড রাজ্যে প্রথম রাজ ভাষার মর্যাদা দিতে হবে। ৪. আসাম ও আন্দামানে আদিবাসী জনজাতিকে এস টি সূচি করতে হবে। ৫. ভগবান বিরসা মুন্ডার জন্মদিন ১৫ ই ২০০০ সালের। এরকম একাধিক দাবি জানিয়ে সেদিন তারা ব্লকের সামনেই ধরনায় বসে পড়ে। যার ফলে বেশ কিছু পুলিশ মোতায়ন করা হয় ব্লকেই।