আদিবাসী গ্রামে ফুটবল খেলার সূচনা করলেন রাজ্য তৃণমূলের সম্পাদক স্বপন বেলথরিয়া। ফুটবল খেলার প্রতি বর্তমান যুবসমাজকে আরও আগ্রহী করে তুলতে পুরুলিয়া জেলার হুড়া ব্লকের বিশপুরিয়া অঞ্চলের আদিবাসী অধ্যুষিত পড়ামৌধা গ্রামে দু’দিনব্যাপী ফুটবল খেলার সূচনা করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন বেলথরিয়া।পড়ামৌধা সর্বষোলয়ানার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শনিবার দিন গ্রামে খেলার সূচনা হয়।এদিন গ্রামের আদিবাসী মা-বোন ও পুরুষেরা ধামসা মাদল বাজিয়ে রাজ্য সম্পাদককে গ্রামে স্বাগত জানান।ফিতা কেটে ও ফুটবল বলে কিক মেরে এদিন খেলার সূচনা করেন রাজ্য সম্পাদক।জানা যায় দু’দিনব্যাপী এই খেলায় বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬ টি খেলার দল অংশগ্রহণ করেছে।
আরও পড়ুন – তৃণমূলের জনসভায় মহিলাদের উপস্থিতি কম, লক্ষ্মীর ভান্ডার বন্ধের নিদান!
রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন বেলথরিয়ার পাশাপাশি এদিনের এই খেলায় উপস্থিত ছিলেন হুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুভাষ মাহাতো সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অজিত পতি, পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ অরুণ পতি,খেলার উদ্যোক্তা অভিজিৎ পাত্র ও প্রশান্ত টুডু,এলাকার সমাজসেবী মনসারাম কিস্কু,পান্নালাল বাউরি ও তুষারকান্ত পতি সহ অন্যান্যরা।
রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন বেলথরিয়া এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ফুটবল খেলার প্রতি বর্তমান যুবসমাজকে আরও আগ্রহী করে তুলতে এই খেলার আয়োজন।যা অনুষ্ঠিত হচ্ছে আদিবাসী অধ্যুষিত গ্রামে।খুব ভালো লাগছে আদিবাসী অধ্যুষিত গ্রামে ফুটবল খেলা অনুষ্ঠিত হওয়ায়।
উল্লেখ্য, আদিবাসী গ্রামে ফুটবল খেলার সূচনা করলেন রাজ্য তৃণমূলের সম্পাদক স্বপন বেলথরিয়া। ফুটবল খেলার প্রতি বর্তমান যুবসমাজকে আরও আগ্রহী করে তুলতে পুরুলিয়া জেলার হুড়া ব্লকের বিশপুরিয়া অঞ্চলের আদিবাসী অধ্যুষিত পড়ামৌধা গ্রামে দু’দিনব্যাপী ফুটবল খেলার সূচনা করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন বেলথরিয়া।
পড়ামৌধা সর্বষোলয়ানার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শনিবার দিন গ্রামে খেলার সূচনা হয়।এদিন গ্রামের আদিবাসী মা-বোন ও পুরুষেরা ধামসা মাদল বাজিয়ে রাজ্য সম্পাদককে গ্রামে স্বাগত জানান।ফিতা কেটে ও ফুটবল বলে কিক মেরে এদিন খেলার সূচনা করেন রাজ্য সম্পাদক।জানা যায় দু’দিনব্যাপী এই খেলায় বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬ টি খেলার দল অংশগ্রহণ করেছে।