আদিবাসী নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক কর্মী সভার মাধ্যমে এসটি সেলের ব্লক সভাপতি গঠন করা হল মঙ্গলবার। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার সদর চৌরাস্তা এলাকায় পথসাথী প্রাঙ্গণের সভাকক্ষে এদিনের এই কর্মীসভার আয়োজন করা হয় ইটাহাহারের বিধায়ক মোশারফ হুসেনের উদ্যোগে এবং ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়।
সর্বসম্মতিক্রমে এদিন বিধায়ক মোশারফ হুসেন ইটাহার ব্লক এসটি সেলের সভাপতি নির্বাচিত করা হয় আদিবাসী নেতৃত্ব উপেন কিস্কুকে। পাশাপাশি আগামীদিনে ইটাহার ব্লকের এসটি সেলের বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি সহ পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানাযায় ইটাহারের বিধায়ক মোশারফ হুসেনের তরফে।
বিধায়ক মোশারফ হুসেন ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মালদা জেলা তৃণমূল এসটি সেলের সভাপতি চুনিয়া মুর্মু, উত্তর দিনাজপুর জেলা পরিষদের উপাধক্ষ তথা জেলা তৃণমূলের এসটি সেলের আহ্বায়ক স্বপন মুর্মু, তৃণমূল ব্লক সভাপতি যোগেন্দ্র নাথ রাউ, ব্লক সহ সভাপতি কার্তিক দাস, মহিলা তৃণমূলের ব্লক সভাপতি পূজা দাস, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সুকান্ত মন্ডল, রায়গঞ্জ ২ নং ব্লক এসটিসেলের সভাপতি হিটলার মুর্মু, হেমতাবাদ ব্লক এসটি সেলের সভাপতি রামকু বেসরা, গোপেশ্বর হাসদা, কৃষ্ণ মার্ডি সহ ইটাহার ব্লক তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা।
আরও পড়ুন – তৃণমূল ও সিপিআই এম ছেড়ে বিজেপিতে যোগদান
উল্লেখ্য, আদিবাসী নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক কর্মী সভার মাধ্যমে এসটি সেলের ব্লক সভাপতি গঠন করা হল মঙ্গলবার। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার সদর চৌরাস্তা এলাকায় পথসাথী প্রাঙ্গণের সভাকক্ষে এদিনের এই কর্মীসভার আয়োজন করা হয় ইটাহাহারের বিধায়ক মোশারফ হুসেনের উদ্যোগে এবং ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়। সর্বসম্মতিক্রমে এদিন বিধায়ক মোশারফ হুসেন ইটাহার ব্লক এসটি সেলের সভাপতি নির্বাচিত করা হয় আদিবাসী নেতৃত্ব উপেন কিস্কুকে।
পাশাপাশি আগামীদিনে ইটাহার ব্লকের এসটি সেলের বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি সহ পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানাযায় ইটাহারের বিধায়ক মোশারফ হুসেনের তরফে। বিধায়ক মোশারফ হুসেন ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মালদা জেলা তৃণমূল এসটি সেলের সভাপতি চুনিয়া মুর্মু, উত্তর দিনাজপুর জেলা পরিষদের উপাধক্ষ তথা জেলা তৃণমূলের এসটি সেলের আহ্বায়ক স্বপন মুর্মু, তৃণমূল ব্লক সভাপতি যোগেন্দ্র নাথ রাউ, ব্লক সহ সভাপতি কার্তিক দাস, মহিলা তৃণমূলের ব্লক সভাপতি পূজা দাস, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সুকান্ত মন্ডল, রায়গঞ্জ ২ নং ব্লক এসটিসেলের সভাপতি হিটলার মুর্মু, হেমতাবাদ ব্লক এসটি সেলের সভাপতি রামকু বেসরা, গোপেশ্বর হাসদা, কৃষ্ণ মার্ডি সহ ইটাহার ব্লক তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা।