আদ্যাপীঠ মন্দিরে বিজেপির রাজ্য সভাপতি। গুরু পূর্ণিমার পূণ্য তিথিতে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি আদ্যা মায়ের চরণে অর্ঘ্য নিবেদন করেন। তারপর ট্রাস্টি বোর্ড ও আদ্যাপীঠ মন্দিরের সম্পাদক ব্রহ্মচারী ম্যুরাল ভাইয়ের সাথে সাক্ষাত করে মন্দিরের গো’শালা ,বালক আশ্রম ,মণিকুন্তলা আশ্রম,বিভিন্ন স্থান পরিদর্শন করে অনাথ আশ্রমের শিশুদের সাথে কিছু সময় কাটান।তারপর, মন্দিরের কাজকর্ম ও আধ্যাত্মিকতা নিয়ে ব্রহ্মচারী মুরাল ভাইয়ের সাথে আলাপচারিতায় মেতে ওঠেন।
সংসদের যে অশোক স্তম্ভ নিয়ে বিতর্ক সৃষ্টি সে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত বাবু বলেন, সিংহ হা করলে দাঁত দেখা যায়। সিংহের দাঁত বার করাই থাকে। সিংহ ঘাস,পাতা খায় না। মা দুর্গার চরণ তলে দাঁত বার করা সিংহই থাকে। মা কালী কে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে। তার দিক থেকে দৃষ্টি ঘোরাতেই বিরোধীদের এই অপপ্রচার। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তার বক্তব্য, মহারাষ্ট্রের উদ্ভব ঠাকরে বলেছেন,এন,ডি,এ পদপ্রার্থী কে সমর্থন করবেন।
আরও পড়ুন – পাহাড়ের ইতিহাস তুলে ধরে আক্ষেপ প্রকাশ মুখ্যমন্ত্রীর
এন,ডি,এ পদপ্রার্থী শ্রীমতি দ্রৌপদী মুর্মু কে দলমত নির্বিশেষে সবাই সমর্থন করবেন বলে তিনি আশা রাখেন। ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসানোর ক্ষেত্রে কেউ বাধা হয়ে দাঁড়াবে না। এটা ভারতবর্ষের গৌরবের বিষয় । আদিবাসী সমাজের এরকম একজন প্রান্তিক মহিলাকে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছেন। এটা আদিবাসী সমাজের গৌরবের বিষয়। ভারতবর্ষে দুটি পরিবার আছে , যারা নিজেদের জীবন উৎসর্গ করে ভারতের স্বাধীনতার জন্য বলিদান দিয়েছেন। এক হচ্ছে পাঞ্জাবের গুরু গোবিন্দ সিং অন্যদিকে সিধু কানুর পরিবার। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমত