ভারী বৃষ্টিপাতে বিঘের পর বিঘা আনারস বাগান ক্ষতির মুখে। উত্তরবঙ্গ জুড়ে এমনিতেই টানা বৃষ্টিতে প্রভাব পড়েছে জনজীবনে। তার ওপর গতকাল রাতের ভারী বৃষ্টিপাত হওয়ায় বিধাননগর এলাকার নেতাজি পল্লী, রবীন্দ্রপল্লী ও মিলন পল্লী পূর্ব এলাকা জলমগ্ন। কোথাও হাটু জল তো কোথাও আবার কোমর সমান জল। এখানেই শেষ নয় এই জমা জলে বিঘের পর বিঘা আনারস বাগান ক্ষতির মুখে। তবে এই পরিস্থিতিতে কোনো ক্রমে শুকনো খাবার খেয়ে দিন গুজরান করছে সেখানকার মানুষেরা।
আচমকাই গত সপ্তাহে শিলিগুড়ি জুড়ে ভারী বৃষ্টিতে ব্যাপক প্রভাব ফেলে জনজীবনে। শুধু শহরে নয় শহর লাগোয়া গ্রাম অঞ্চলেও মানুষের জন জীবন আজ প্রভাবিত। তবে দু দিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ফের রবিবার রাতে টানা বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি মহকুমার বিধাননগর এলাকার বিস্তীর্ণ এলাকা। মূলত জলের তলায় রয়েছে নেতাজি পল্লী, রবীন্দ্রপল্লী ও মিলন পল্লী পূর্ব গ্রাম গুলি। এখনেই শেষ নয় শিলিগুড়ির বিধাননগর এলাকাকে আনারস চাষের হাব বলা হয়।
আরও পড়ুন – দীর্ঘ গ্রীষ্মের ছুটির পর খুলছে স্কুল, জারি একাধিক স্বাস্থ্যবিধি
তবে টানা বৃষ্টিতে এই আনারস চাষেও ব্যাপক ক্ষতি হল। জানাগেছে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে আনারস চাষে।মুলত যে সমস্ত এলাকায় আনারস চাষ হয় সেই বাগানেই জমা জলে ক্ষতি হয়েছে গাছ সহ ফলের। বিধাননগর এলাকার প্রচুর দুঃস্থ চাষিরা আনারস চাষ করে জীবন যাপন করে। তবে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুস্থ আনারস চাষীরা। অন্যদিকে এলাকা জলমগ্ন হয়ে থাকায় নাওয়া-খাওয়া ভুলে এলাকার মানুষ চরম অসহায় রয়েছে। জানা গেছে স্থানীয় কিছু রাজনৈতিক দলের নেতারা তাদের শুকনো খাবার দিয়েছে সেই খেয়ে দিন কাটাচ্ছি তারা।