আসানসোল:- আন্তঃরাজ্য ভোজ্যতেল পাচারের একটি চক্র কে গ্রেপ্তার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পুলিশ।

২০২১ সালের ৪ঠা মে তারিখ আসানসোল উত্তর থানা এলাকায় একটি ভোজ্য তেল ভর্তি ট্যাঙ্কার হঠাৎই উধাও হয়ে যায় এমনই অভিযোগে একটি এফআইআর দায়ের হয় ওই মাসের ১০ তারিখে তদন্তে নামে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পুলিশ এবং বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা চারটি রাজ্য থেকে সরাসরি যোগ মেলে এই তেল পাচার চক্রের গ্রেপ্তার করা হয় কমলজিত সিং খান্ডেলওয়াল ওরফে পাপ্পু সরদার,নিজামুদ্দিন এবং আজাদ নামে তিন ব্যক্তি সহ মোট পাঁচ জনকে।ধৃত তিনজনই কলকাতার বিভিন্ন জায়গার বাসিন্দা বলে জানা গিয়েছে পাশাপাশি ভিন রাজ্যে আরো কিছু ব্যক্তির এই পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর ডেপুটি কমিশনার কুলদীপ সনাওয়ানে, ডিডি এ ডিসি সৌমিক সেনগুপ্ত।