আন্ত:রাজ্য বাইক পাচার চক্রের মূল পান্ডাসহ গ্রেপ্তার ২। বেশ কয়েকদিন ধরে খড়দহ থানার অন্তর্গত পানিহাটি,এইচ বি টাউন,আগরপাড়ার বিভিন্ন অঞ্চলে একের পর এক বাইক চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছিল, বাইক চুরি ও ছিনতাই এর বহু অভিযোগ জমা পড়েছিল খড়দহ থানায়,এরপর তদন্তে নামে খরদহ থানার পুলিশ,সাব ইন্সপেক্টর অমরনাথ বিশ্বাসের নেতৃত্বে ৬ জনের একটি দল গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার লেদারহাট কমপ্লেক্স থানার অন্তর্গত একটি এলাকায় অভিযান চালায়,
এবং সেখান থেকে আন্তঃরাজ্য বাইক পাচার চক্রের মূল পান্ডা সারফারাজ সহ দুজনকে অস্ত্র সহ গ্রেফতার করে,পাশাপাশি চুরি ও ছিনতাই হওয়া পাঁচটি মোটরবাইক উদ্ধার করে খড়দহ থানার পুলিশ,ধৃতদের আজ ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠানো হবে এবং ধৃতদের জেরা করে এর সাথে আরো কোন বড় চক্র আছে কিনা সেটাও তদন্ত করে দেখবে খড়দহ থানার পুলিশ।
আরও পড়ুন – এই দুর্গে রাত কাটালেই মৃত্যু নিশ্চিত, জানেন কোথায় আছে এই দুর্গ, কি তার রহস্য
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে খড়দহ থানার অন্তর্গত পানিহাটি,এইচ বি টাউন,আগরপাড়ার বিভিন্ন অঞ্চলে একের পর এক বাইক চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছিল, বাইক চুরি ও ছিনতাই এর বহু অভিযোগ জমা পড়েছিল খড়দহ থানায়,এরপর তদন্তে নামে খরদহ থানার পুলিশ,
সাব ইন্সপেক্টর অমরনাথ বিশ্বাসের নেতৃত্বে ৬ জনের একটি দল গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার লেদারহাট কমপ্লেক্স থানার অন্তর্গত একটি এলাকায় অভিযান চালায়, এবং সেখান থেকে আন্তঃরাজ্য বাইক পাচার চক্রের মূল পান্ডা সারফারাজ সহ দুজনকে অস্ত্র সহ গ্রেফতার করে,পাশাপাশি চুরি ও ছিনতাই হওয়া পাঁচটি মোটরবাইক উদ্ধার করে খড়দহ থানার পুলিশ,ধৃতদের আজ ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠানো হবে এবং ধৃতদের জেরা করে এর সাথে আরো কোন বড় চক্র আছে কিনা সেটাও তদন্ত করে দেখবে খড়দহ থানার পুলিশ। আন্ত:রাজ্য