আমাজনের জঙ্গলে আগুন নিয়ে কোনোরকম মাথাব্যথায় ছিলোনা ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসনারোর । ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয় বলে অন্য দেশের মাথা ঘামানো পছন্দ করেননি তিনি । কিন্তু এবার , বিশ্বের তাবড় দেশের চাপের আমাজনের আগুন নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী মোতায়েন করলেন তিনি।
পরিবেশবিদদের মতে বায়ুমন্ডলের ২০ শতাংশ অক্সিজেনের উত্স আমাজনের জঙ্গল। তাই আমাজনে বিপুল পরিমাণ গাছে নষ্ট হওয়ায় তার প্রভাব পড়বে সারা বিশ্বে। আমাজনের জঙ্গলের আগুন নিয়ে গভীর চিন্তা প্রকাশ করেছে ট্রাম্প সরকার।
শুক্রবার আয়ারল্যান্ড জানায় পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক চুক্তিগুলি লঙ্ঘন করছে ব্রাজিল সরকার। আন্তর্জাতিক ক্ষেত্রে ব্রাজিলের কড়া সমালোচনা হওয়ায় চাপে ব্রাজিলের শিল্পপতিরাও।আন্তর্জাতিক ক্ষেত্রে প্রবল চাপের মুখে কার্যত কোণঠাসা হয়ে পড়ে ব্রাজিল সরকার। শুক্রবার রোরাইমার গভর্নর অ্যান্টনিও দেনারিয়াম জানান, আগুন নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট। আমাজনের জঙ্গলকে বাঁচাতে সবরকম চেষ্টা করবে সরকার।”