নিউজ ডেস্ক, ১৬ দিসেম্বর,২০২০: প্রতিবছর ১৫ডিসেম্বর পালিত হয় আন্তর্জাতিক চা দিবস।ভারতসহ পৃথিবীর চা উৎপাদনকারী দেশগুলি ২০০৫সাল থেকে প্রতি বছর এই দিনটি উৎযাপন করে আসছে। আন্তর্জাতিক চা দিবসের উদ্দেশ্য হল চাকর্মী এবং উৎপাদকদের উপর বিশ্ব বাণিজ্যের প্রভাব সরকার এবং জনগনের সামনে তুলে ধরা।
পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যের সাথে জনসংযোগ করা। ২০১৫সালে ভারত সরকার খাদ্য ও কৃষি সংস্থার মাধ্যমে চা দিবসটিকে উদযাপন আরও বিস্তৃত করার প্রস্তাব দেয়। ভারতের অন্যতম প্রধান অর্থকারী ফসল। বাংলাদেশ, স্রিলঙ্কা,নেপাল,ভিয়েতনাম,কেনিয়া প্রভৃতি নানা দেশে চা উৎপাদন করা হয়। দার্জিলিঙের চা স্বাদ ও সুগন্ধের জন্য সারা পৃথিবী বিখ্যাত। আন্তর্জাতিক চা দিবসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আর্জি জানিয়ে বলেন, “কেন্দ্র ও রিসার্ভ ব্যাঙ্ককে বাংলার চা বাগানের শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়াতে অনুরোধ জানাচ্ছি”।