বিনোদন – বয়স মাত্র ১৯। সদ্য কলেজ জীবন শেষ করেছেন অভিনেতা যিশু সেনগুপ্ত এবং অভিনেত্রী নীলাঞ্জনা শর্মার জ্যেষ্ঠ কন্যা সারা। অভিনয়ের পথে না হেঁটে পেশাগত জীবন শুরু করেছেন মডেলিং দিয়ে। ইতিমধ্যেই তাঁর স্টাইল ও লুকস নজর কেড়েছে দেশ-বিদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে।
বর্তমানে মুম্বইয়ে থাকছেন সারা এবং সেখান থেকেই আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনের কভার গার্ল হিসাবে আত্মপ্রকাশ করেছেন তিনি। ধীরে ধীরে নিজস্ব পরিচয় গড়ে তুলছেন মডেলিং জগতে। সাম্প্রতিক ছুটিতে বন্ধুদের সঙ্গে বিদেশ সফরে গিয়ে ছুটি উপভোগ করছেন তিনি, আর সেখান থেকেই একের পর এক ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।
একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে সাদা স্কার্ট ও ব্যাকলেস টপে, এক পুরুষ বন্ধুর সঙ্গে হাতে হাত ধরে দাঁড়ানো অবস্থায়। সেই ছবি ঘিরে জল্পনা শুরু হলেও সারার পক্ষ থেকে কোনও ব্যক্তিগত মন্তব্য আসেনি। ফলে সম্পর্কের প্রকৃতি এখনও অনিশ্চিত।
আরও একটি ছবিতে সারা ধরা দিয়েছেন কালো বিকিনি ও সাদা স্কার্টে। তাঁর এই সাহসী লুক নেটিজেনদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। ইনস্টাগ্রামে সারার অনুরাগীর সংখ্যা এরই মধ্যে পঞ্চাশ হাজার ছাড়িয়ে গিয়েছে।
ব্যক্তিগত জীবনেও সারা বরাবর নিজের পথ নিজেই তৈরি করেছেন। বাবা যিশু ও মা নীলাঞ্জনার বিচ্ছেদের পর মা ও বোনের সঙ্গেই থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বাবাকে আর অনুসরণ করেন না সারা, এমনকি যিশুও মেয়েকে ‘আনফলো’ করেছেন বলে জানা গিয়েছে। যদিও এর আগে ‘উমা’ ছবিতে বাবার সঙ্গে অভিনয় করেই তাঁর চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল।
বর্তমানে সারার মূল ফোকাস মডেলিং হলেও ভবিষ্যতে অভিনয়ের পরিকল্পনাও তাঁর রয়েছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠরা।
