আন্তর্জাতিক স্তরে খেলার ছাড়পত্র পেলেন মালদার তনুশ্রী লালা। তামিলনাড়ুর কুডা লোরের অন্না স্টেডিয়ামে 41 তম ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিকস চাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পরপর দুটি জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্সের সেরা হয়ে আন্তর্জাতিক স্তরে খেলার ছাড়পত্র পেলেন মালদার তনুশ্রী লালা।
তার এই সাফল্যে খুশি ক্রীড়ামহল। তামিলনাড়ুর মাস্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে 20 ও 22 মে অ্যাথলেটিকস মিট অনুষ্ঠিত হয় যেখানে অংশগ্রহণ করে মালদার ইংরেজবাজার শহরের কৃষ্ণ পল্লির বাসিন্দা বছর পঁয়ত্রিশের তনুশ্রী লালা। মোট চারটি এরমধ্যে তার নিজস্ব 5 কিলোমিটার ইভেন্ট-প্রতিযোগিতায় সহ আরও দেড় হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন।
পাশাপাশি জ্যাভলিন থ্রো তে তৃতীয় স্থান পেয়েছেন মোট চারটি নির্দেশনা ও একটিতে ব্রঞ্চ জেলা তথা রাজ্যের নাম উজ্জ্বল করেছেন তনুশ্রী লালা। আগামী দিনে আন্তর্জাতিক স্তরে খেলার ছাড়পত্র পেলেন মালদার তনুশ্রী লালা। চলতি বছরে ইন্দ্রোনেশিয়া আন্তর্জাতিক মাস্টার স্যাটেলাইট রয়েছে সেখানে অংশগ্রহণ করতে চলেছে তনুশ্রী লালা তার জন্য প্রতিদিন নিয়মিত মালদা শহরের বিমানবন্দর এর ময়দানে অনুশীলন করছেন। তাকে অনুশীলন দিচ্ছেন তার অসিত পাল।
আর ও পড়ুন স্বামীদের দীর্ঘায়ু কামনা চেয়ে মহা সমারোহে পুজো করলেন স্ত্রীরা
তনুশ্রী লালা একজন গৃহবধূ তার স্বামী বেসরকারি কোম্পানিতে কর্মরত পাশাপাশি দুটি সন্তান সংসারের কাজকর্ম করে খেলাধুলায় অনুসরণ করে সে জানায় আগামীতে আন্তর্জাতিক স্তরে খেলতে যেতে চান তার জন্য সরকারি সাহায্যের প্রয়োজন তাই সে ক্ষেত্রে রাজ্য সরকার কাছে তার আবেদন খেলার বিষয়ে তাকে কিছু সাহায্য করা হোক।
ছোট থেকেই সেই খেলায় খুব ভাল ছিল। বিবাহ জীবনে হাজার 19 বছরের খেলার সঙ্গে যুক্ত হতে পারেনি এদিকে গত তিন বছর ধরে সে খেলার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ পরিচর্চা করছেন। তাকে এই বিষয়ে সাহায্য করছে তার কোচ অসিত পাল।
এদিকে তার খোঁজ অসিত পাল জানান বিনামূল্যে তিনি তনুশ্রী কে নিয়মিত অনুশীলন করিয়ে যাচ্ছেন তার এই সাফল্যে উচ্ছ্বসিত জেলার গ্রাম হল তবে আগামী দিনে তনুশ্রী লালা যদি আন্তর্জাতিক স্তরে খেলতে যায় তাহলে সেখানেও সে সফল হবে এটা নিশ্চিত।
এত বড় সাফল্যের পর এদিন তার অনুশীলন কেন্দ্রে আসার পর বাদবাকি আরো ছোট ছোট খেলোয়াড়রা তাকে দেখে আনন্দে মেতে ওঠেন ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় পাশাপাশি মিষ্টিমুখ করা হয়