সকালের বিমানে আন্দামান সফরে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ…..
কলকাতা বিমানবন্দরে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন।
রূপা গঙ্গোপাধ্যায় তৃণমূলে যোগদান প্রসঙ্গে তিনি বলেন…..
সেটা উনি বলতে পারবেন।আমার জানা নেই আমি বলতে পারবো না কোনো বড় নেতা নেত্রীর খোঁজ খবর আমি খুব একটা রাখি না আমার টা আছে বলুন।
রূপা গাঙ্গুলি ফেসবুক পোস্ট প্রসঙ্গে তিনি বলেন….
আমি জানি না। আমি কাউকে গালাগাল করি না। যে যার মনের ব্যাপার। মনকে ঠিক করুন কে কোথায় থাকবেন কোথায় যাবেন আমরা যে পার্টিটা করছি সেটাই মন দিয়ে করব।
সেলিব্রেটি টার্গেট প্রসঙ্গে তিনি বলেন…..
পার্টি এদের নেয় এবং সেলিব্রিটিরা অনেক সময় নিজের প্রয়োজনে আসে সেটা পরিস্থিতির ওপর নির্ভর করে সব পার্টি এরকম নয়। সাধারণত তাদের নেওয়া হয় পাবলিসিটির ব্যাপার থাকে আগামী নির্বাচন আসলে দেখা যাবে কে কোথায় থাকবে এখন বলা মুশকিল আছে।
গ্যাসের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন…..
২০০ টাকা কমেছে ৫০ টাকা বেড়েছে। আবার ২৫০ টাকা কমবে আপডাউন টা আন্তর্জাতিক বাজারের সঙ্গেই আছে। যে দামে কিনেছে কোম্পানি গুলো সেই দামেই তো বিক্রি করবে, আবার কমবে।
আরও পড়ুন – যারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্বীকৃতি দেননা তাদের কাছে কী শিখব, শুভেন্দু
উল্লেখ্য, সকালের বিমানে আন্দামান সফরে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ…..
কলকাতা বিমানবন্দরে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন।
রূপা গঙ্গোপাধ্যায় তৃণমূলে যোগদান প্রসঙ্গে তিনি বলেন…..
সেটা উনি বলতে পারবেন।আমার জানা নেই আমি বলতে পারবো না কোনো বড় নেতা নেত্রীর খোঁজ খবর আমি খুব একটা রাখি না আমার টা আছে বলুন।
রূপা গাঙ্গুলি ফেসবুক পোস্ট প্রসঙ্গে তিনি বলেন….
আমি জানি না। আমি কাউকে গালাগাল করি না। যে যার মনের ব্যাপার। মনকে ঠিক করুন কে কোথায় থাকবেন কোথায় যাবেন আমরা যে পার্টিটা করছি সেটাই মন দিয়ে করব।
সেলিব্রেটি টার্গেট প্রসঙ্গে তিনি বলেন…..
পার্টি এদের নেয় এবং সেলিব্রিটিরা অনেক সময় নিজের প্রয়োজনে আসে সেটা পরিস্থিতির ওপর নির্ভর করে সব পার্টি এরকম নয়। সাধারণত তাদের নেওয়া হয় পাবলিসিটির ব্যাপার থাকে আগামী নির্বাচন আসলে দেখা যাবে কে কোথায় থাকবে এখন বলা মুশকিল আছে।



















