কলকাতা – বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি অনিস সরকার জানিয়েছিলেন এসএসসি ভবনে নিরাপত্তা ব্যবস্থায় থাকা পুলিশকর্মীরা পর্যাপ্ত খাদ্য এবং পানীয় পাচ্ছে না, এই গরমে যা অত্যন্ত কষ্টকর। এরই পরিপ্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা খাদ্য এবং পানীয় তুলে দিতে চাইলেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের হাতে। তাদের দাবি তারা অমানবিক নন। আর পুলিশ রাও মানুষ তাই মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের। তাদের তরফে আরো বলা হয় সমাজ গড়ার কারিগর। পাশাপাশি কাউকে খেতে না দেওয়া তাদের লক্ষ্য নয়। তাদের লক্ষ্য যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ। তাই মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে এসএসসি ভবনের বাইরে পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বিস্কুটের প্যাকেট জলের বোতল আর তরমুজ তুলে দিতে চাইলেন। আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা।




















