১০ই নভেম্বর,
মেষ- আজ আপনার ব্যবসায় লাভ থাকলেও অর্থ অপচয় হওয়ার আশঙ্কা আছে। ছাত্রছাত্রীরা নিজ প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। দীর্ঘদিনের শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। বাড়ির গুরুজনের সঙ্গে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা আছে। নিঃসঙ্গ অনুভব করতে পারেন। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। প্রেমের জন্য আজকের দিনটা খুবই ভালো।
বৃষ- আজ আপনার সমস্ত বাজে চিন্তা দূর করুন। চাকরির ক্ষেত্রে দিনটা খুব ভালো।প্রতিবেশীদের সঙ্গে ভেবেচিন্তে কথা বলতে হবে। আপনাকে আজ সকলের কাছে খুব জনপ্রিয় করে তুলবে। সম্পতি নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে। ব্যবসায় কারও সঙ্গে বিবাদ হতে পারে।
মিথুন- স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে। কর্মক্ষেত্রে কিছু কারণে ঠকতে পারেন তাই সাবধান থাকতে হবে।অতিরিক্ত বন্ধুপ্রীতি আজ আপনাকে ভোগাতে পারে। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। সন্তানের জন্য আপনার আজ মুখ উজ্জ্বল হবে।
কর্কট- আজ বিদেশে যাওয়ার জন্য কোনও আলোচনা হতে পারে। অতিরিক্ত ক্রোধের জন্য আজ হাতে আসা কাজ ভেস্তে যাবে। উচ্চশিক্ষার পরিকল্পনায় সফল হবেন। আজ কোনও সুচিন্তা আপনাকে তাড়িয়ে বেড়াবে। ভাইয়ের সঙ্গে ঝামেলা হতে পারে।
সিংহ- গান বাজনার সঙ্গে যুক্ত যারা তাঁদের জন্য আজকের দিন খুবই শুভ। আজ প্রেমের বিষয়ে খুবই ভেবেচিন্তে পা বাড়ানো উচিৎ। শেয়ার ব্যবসায় ভেবেচিন্তে পা বাড়ালে লাভ হওয়ার সুযোগ আছে। বাড়িতে কারোর বিয়ের ব্যাপারে আলোচনা করার জন্য আজকের দিনটি শোটি।আজ নতুন কোন কাজের জন্য ফল ভালো পেতে পারেন।
কন্যা- আর্থিক ব্যাপারে ভাল সুযোগ পাবেন আজ। স্ত্রীর জন্য বিশেষ কোনও কাজের সুযোগ পাবেন। নানা ধরনের শারীরিক অসুস্থতার আশঙ্কা আছে। নিজের খায়াল রাখুন। সপরিবারে ভ্রমণ হতে পারে।
তুলা- জারা কাজ খঁজছিলেন, তাঁদের নতুন কিছু করার সুযোগ আসবে। পরিশ্রমের ফল ভালো হবে। পরিবারে চলা অশান্তি মিটে যেতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদ হতে পারে।
বৃশ্চিক- মানসিক কষ্ট বাড়তে পারে। কোন বন্ধুর দবারা আপনি বিপদে পড়তে পারেন। আজ আপনার ব্যবহারে কেউ কষ্ট পী পারেন তাই সতর্ক থাকবেন। ব্যবসায় উন্নতি ও নতুন কাজের সম্ভাবনা। নতুন কোনও বন্ধু আপনার জিবনে আসতে পারে।
ধনু-অপরকে সুখি করতে গিয়ে আত্মত্যাগ করবেন। প্রতিযোগিতামূলক কাজে জেতার সম্ভাবনা আছে। সবামী স্ত্রীর মধ্যে বিবাদ হতেপারে। নিজের শারীরিক দিকে নজর দিন।
মকর- আপনার অতিরিক্ত আবেগ আপনার জীবনে ক্ষতি আনতে পারে। প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বন্ধুর জন্য কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসার ব্যপারে মানসিক শক্তির প্রয়োজন।
কুম্ভ- সম্মান নিয়ে টানাটানি হতে পারে। শারীরিক কোনও কারনে টাকা ব্যয় হতে পারে।প্রেমের সমস্যা সমাধান হবে। ব্যায়ের দিকে নজর দিতে হবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে।
মীন- সঞ্চয়ের ইচ্ছা বাড়তে পারে। সকলের সঙ্গে কথা ভেবে বলতে হবে। কোনও আইনি সমস্যায় পড়তে পারেন। আবেগের বশে কোনও কাজ করা ঠিক হবেনা। আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। স্বাস্থ্যের খেয়াল রাখুন।