নিউজ ডেস্ক , ২৭ জুলাই ২০২১: এই বিষয় যারা চর্চা করেন তাদের একাংশের মতে শরীরের তিল বলে দেয় মানুষের পরিচয়। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক এই বিষয় বিস্তারিত।
আপনার যদি ঠোঁটে তিল থাকে তার মানে আপনি উচ্চাকাঙ্খী। ভালোবাসেন বিভিন্ন সাদের খাবার খেতে এবং নিজের প্রতি যথেষ্ট শৌখিনও।
এবার আসি , থুতনিতে যাদের তিল রয়েছে তাদের বিষয় যাদের থুতনিতে তিল থাকে তাদের অন্যান্যদের তুলনায় মায়া-মমতা একটু বেশি থাকে। এমনকি যে কোন বিষয়ে ধৈর্য্য , সহ্য ক্ষমতা ও অনেকটাই বেশি অন্যদের তুলনায়। তবে খুব শিগগিরই প্রেমে পড়ে যান, এবং ভালোবাসেন কোথাও ঘুরতে যেতেও। তবে এক্ষেত্রে যাদের বাঁ দিকে তিল থাকে থুতনির তারা অত্যন্ত স্পষ্ট এবং সৎ কথা বলতেই পছন্দ করেন এবং যাদের ডান দিকে তিল থাকে তারা কূটনৈতিক বলেও মনে করা হচ্ছে।
যারা প্রায় সব সময়ই নিজেদের আত্মসম্মান সম্পর্কে সচেতন থাকেন তাদের মধ্যে অনেকেরই নাকে তিল থাকে। তারা অন্যদের বন্ধু হতে পারেন খুব ভালো এবং অল্প কিছুতেই রেগে যাওয়ার স্বভাব থাকে।
যারা নিজেদের কপালে তিল নিয়ে জন্মায় তাদেরকে অনেক সৌভাগ্যবান বলে মনে করা হয়। আর যদি কপালের ঠিক মাঝখানে তিল থাকে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি খুবই জ্ঞানী এবং দাম্পত্যজীবনেও কপালে তিল সৌভাগ্য নিয়ে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।
স্নেহ ভালবাসার মানুষ রয়েছেন যারা তাদের স্তনে তিল থাকে। সব সময় চিন্তা করেন সন্তানের কি করে ভালো হবে। তাদের জীবনে রয়েছে প্রচুর এনার্জি।
গালে তিল থাকা মানে লেখাপড়া অত্যন্ত ভালো। সাহসী ও আন্তরিক স্বভাবের হয়। কোন জিনিসের মোহ তাদের মধ্যে থাকে না। পরিবারকে খুব যত্ন করে রাখতে পছন্দ করেন তারা।
আর বেড়াতে যেতে ভীষণ ভালোবাসেন মানে অনেকেরই থাকবে পায়ের পাতায় তিল। আর সব সময় চেষ্টা করেন ভালো কাজ করতে , যাতে মানুষ তাদেরকে মনে রাখতে পারেন তবে মাঝেমধ্যে আর্থিক সমস্যার মধ্যেও যেতে হয় তাদের ভীষণভাবে।
কর্মঠ মানুষ মানেই আপনার নিশ্চয়ই হাতে তিল থাকবে। কারণ অনেক কর্মঠ মানুষেরই হাতে তিল থাকে। এরা খুবই প্রতিভাবান মানুষ হন এবং জীবনে সফলতা পান দ্রুত।
যাদের পেটে তিল থাকাকে শুভ বলে মনে করা হয়। নাভির থেকে তিলের দূরত্ব যত কাছে হবে ততই ভালো বলে মনে করা হয়। তবে এই ধরণের মানুষরা কিছুটা হিংসুটে হন বটে।