আপনার ফোন দেখার ধরনের উপর নির্ভর করছে যৌন জীবন

আপনার ফোন দেখার ধরনের উপর নির্ভর করছে যৌন জীবন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১২ নভেম্বর,  গবেষণার ভিত্তিতে জানা গিয়েছে, কম উচ্চতা সম্পন্ন  মহিলা এবং পুরুষেরা ভিন্নভাবে নিজেদের ঘাড় বেঁকিয়ে মোবাইল বা অন্য সামগ্রী ঘাঁটেন। মহিলাদের ঘাড়ে ও মাথায় ব্যথা হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ কারণ হল এটি।

তারসঙ্গে  আপনি কীভাবে মোবাইল ফোন দেখেন তার উপরেই নির্ভর করছে আপনার যৌন জীবন! শুধু যৌন জীবন নয়, আপনার উচ্চতাও নাকি নির্ভর করে ফোন দেখার কায়দার উপরেই। বিশ্বাস না হলেও গবেষণা কিন্তু তেমনই বলছে। আপনি আপনার মোবাইল বা অন্যান্য ডিভাইসগুলি কীভাবে দেখেন তার উপরেই নির্ভর করে যৌনজীবন ও উচ্চতা! ঘাড় কীভাবে ও কতক্ষণ বাঁকিয়ে রেখে আপনি ফোন ঘেঁটে চলেছেন তা গভীর প্রভাব ফেলে আপনার যৌন জীবন ও উচ্চতার উপরে। আমেরিকা যুক্তরাষ্ট্রে ফোন এবং ট্যাবলেটের ব্যবহার বেড়েছে, কমেছে ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার। এই বিষয়টির সঙ্গে পাল্লা দিয়েই বেড়েছে ঘাড় বাঁকিয়ে রাখার ধরণও।

গবেষণার ভিত্তিতে জানা গেছে যে, মহিলা এবং কম উচ্চতার পুরুষদের  ফোন ঘাঁটার স্টাইল অন্যদের থেকে একটু আলাদা। যার ফলে মাথা ও ঘাড়ের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয় তাঁরা। গবেষণায় আরও জানা গিয়েছে যে মোবাইল বা ট্যাবলেট ঘাঁটার সময় আমরা বেশ খানিকক্ষণ একইভাবে ঘাড় নিচু করে বা বেঁকিয়ে রাখি। যার ফলে গলা ও মাথার সংযোগস্থলে, ঘাড়ে এবং কাঁধের অংশ ক্ষতিগ্রস্থ হয়। দীর্ঘমেয়াদি ব্যথাও সৃষ্টি হয় এর ফলে। আর তারসঙ্গে নির্ভর করছে আপনার যৌন জীবনও।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top