ইংল্যান্ড : ইংল্যান্ডের বুকে চরম অপমানিত হতে হল পাকিস্তানের অধিনায়ককে। আর তাঁকে চরম অপমান করলেন এক পাকিস্তানি সমর্থক। ঘটনার নিন্দায় ফেটে পড়েছে ক্রিকেট বিশ্বের একাধিক তারকা। ভারতের কাছে হারের পর থেকে পাকিস্তানি সমর্থকরা যেন বদলা নিতে নেমেছেন সরফরাজের কাছে।বিশেষ করে অধিনায়ক সরফরাজ আহমেদের ফিটনেস নিয়ে চলছে তরজা। এরই মাঝে লন্ডনের এক মল-এ পরিবারের সঙ্গে গিয়েছিলেন সরফরাজ। সেখানে আগে থেকেই হাজির ছিলেন এক পাকিস্তানি সমর্থক। সরফরাজ কাছে আসতেই তাঁর উদ্দেশে বলেন, ”ভাই আপনি শুয়োরের মতো মোটা কেন! আপনি তো পাকিস্তানের নাম উজ্জ্বল করেছেন।
No manners. No respect. Absolutely disgraceful behaviour. Yes the performances have not been good but the players don't deserve such abuse #CWC19 pic.twitter.com/o8rMNTVGXI
— Saj Sadiq (@SajSadiqCricket) June 21, 2019